মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫৪
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৭ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৭ জন পার্টিসিপেট করেছে । ৭ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @riyadx2
বিবরণ: এটি বর্ষাকালে ধান ক্ষেত পানিডুবি যাওয়ার একটি ফটোগ্রাফি। আসলে বর্ষাকালে প্রায় জমি পানির মধ্যে একদম তলিয়ে যায়। তবে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আমার কাছে অন্যান্য সব মৌসুমের তুলনায় বর্ষাকাল একটু বেশি ভালো লাগে।
By: @kazi-raihan
বর্ননা: বর্ষাকাল মানে ই আকাশে প্রচন্ড মেঘ আর হুটহাট বৃষ্টি। ছবিটা একদম পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গা থেকে ক্যাপচার করা
আমি বাইক নিয়ে কুষ্টিয়া থেকে বাসায় ফিরছিলাম ঠিক তখনই প্রচন্ড মেঘ লক্ষ করলাম মূলত এ বছরে ওই দিনেই সবচেয়ে কালো মেঘ দেখেছিলাম তবে মজার বিষয় এ বছরের সর্বোচ্চ বৃষ্টি ওই দিনই হয়েছিল একটানা মুষলধারে প্রায় দেড় ঘন্টা বৃষ্টি হয়েছিল।
By: @joniprins
নদীর সুন্দর্য হলো বর্ষা কালে। যখন পানিতে পরিপূর্ন হয়ে থাকে। প্রকৃতি তখন নতুন রুপ নেয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী। যার সুন্দর্য দেখে কেউ মুগ্ধ না হয়ে পারবে না।
By: @green015
বিবরণ: এটি হচ্ছে রবীন্দ্র গেট অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির প্রথম গেট।আর আমি ইউনিভার্সিটিতে সেদিন এতটা বৃষ্টির মধ্যে গিয়েছিলাম যে আমার জলের বোতলও হারিয়ে গিয়েছিল টোটোয় থাকাকালীন সময়ে।এটা যেমন মজার বিষয় তেমনি বিরক্তিকর বিষয় ছিল।তবে বর্ষাকালীন প্রকৃতিতে আমাদের ইউনিভার্সিটির বড় বড় গাছগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছিল।
By: @mohinahmed
কয়েকদিন আগে বিকেলে গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম। তো হাঁটাহাঁটি করার সময় দেখলাম, ক্ষেতের মধ্যে বর্ষার পানি জমে আছে। ক্ষেতের মধ্যে বর্ষার পানি, চারিদিকে গাছগাছালি এবং উপরে নীল আকাশ, সবমিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। এতো চমৎকার দৃশ্য দেখে সত্যিই চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। তাইতো সাথে সাথে ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।
By: @shahid420
বিবরণ:- এই ফটোগ্রাফি টা সংগ্রহ করেছিলাম গতকালকেই। নবীনগরে ঘুরতে গিয়েছিলাম, ঘোরাঘুরি আর ফটোগ্রাফি তেমন একটা করাই হয়নি কারণ বারবার বৃষ্টি হচ্ছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখলাম পুকুর গুলো একদম পানিতে ভর্তি হয়ে গেছে। দেখতে অনেকটাই দারুন দেখাচ্ছিল দৃশ্যটা। আকাশে মেঘ জমেছে পুকুরে পানি ভর্তি হয়ে গেছে আবার সূর্যের আলোক রশ্মিও পড়েছে। সব মিলিয়ে প্রকৃতির চমৎকার একটা দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে।
By: @selina75
শহরে জীবনে বর্ষার ফটোগ্রাফি করা কস্টকর। তবুও চেস্টা করেছি। কয়েকদিন আগে বৃষ্টির সময় ফটোগ্রাফিটি করেছিলাম। ব্যালকনি থেকে। বেশ সুন্দর লাগছিল যখন বৃষ্টি হচ্ছিল।সকল গাছের পাতা বৃষ্টির পানিতে ধুয়ে সতেজ হয়ে উঠেছিল।
ডিভাইসঃRedmi Note 5A
উক্ত ৭ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @kazi-raihan - 3 STEEM -
- 2nd Prize - @joniprins -2 STEEM -
- 3rd Prize - @mohinahmed - 2 STEEM -
- 4th Prize - @shahid420 - 2 STEEM -
- 5th Prize - @riyadx2 - 1 STEEM-
- 6th Prize - @green015 - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ী হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সবাই বেশ ভালো করেছে। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছি দেখে অনেক ভালো লাগলো ।
এই ছোট ছোট প্রতিযোগিতাগুলি সবসময় আমার কাছে এতটা ভালো লাগার যে বলে বোঝানোর মতো নয়।এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি,সকল বিজয়ীদেরকে অভিনন্দন।অনেক ধন্যবাদ দাদা।
প্রতিযোগিতা যেমনই হোক সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হলো মুখ্য বিষয়। জয় পরাজয় সেটা পরের বিষয়। যাইহোক অংশগ্রহণকারী এবং বিজয়ী প্রত্যেককে ই অভিনন্দন। যারা বিজয়ী হয়েছে শুভকামনা তাদের জন্য। নিজের অবস্থান চতুর্থ জায়গায় দেখে ভালো লাগছে। ধন্যবাদ ভাই আমাদের জন্যে প্রতিনিয়ত এরকম প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
@rex-sumon, what a fantastic initiative! I love how you fostered a community contest around বর্ষাকাল (monsoon season) photography. The variety of perspectives, from flooded rice fields to cityscapes washed in rain, is truly captivating. It's wonderful to see how many users participated, even without the contest being pinned, showcasing genuine interest in the theme.
Congratulations to all the winners, @kazi-raihan, @joniprins, @mohinahmed, @shahid420, @riyadx2, and @green015! Each photograph beautifully captures the essence of the monsoon. Your dedication to organizing and rewarding these contributions is commendable. This contest is a great way to celebrate nature and community here on Steemit. Keep up the excellent work! I am looking forward to the next contest already!