সোনালী মুরগির রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ19 days ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250416_202334.jpg

IMG_20250416_202313.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো সোনালী মুরগির রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
মুরগী মাংস সবার পছন্দের খাবার। আমাদের বাড়িতে মুরগির মাংস মাঝে মাঝেই রান্না হয়। মুরগির মাংস রান্না করি কিন্তু রেসিপি করা হয় না। মুরগির মাংস আমি খাই না সেজন্য হয়তো বা রেসিপি করার রুচি কম। তো আজকে সোনালী মুরগি রান্না করেছে এবং তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।

IMG_20250416_170402.png

১.সোনালী মুরগির মাংস
২.জিরাবাটা
৩.আদা বাটা
৪.রসুন বাটা
৫.পেঁয়াজ কুচি
৬.লবণ
৭.হলুদ
৮.মরিচের গুড়া
৯.চিকেন মসলা

PhotoCollage_1744802050875.jpg

প্রথম ধাপ

প্রথমে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_20250417_223033.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও গোটা জিরা পেঁয়াজ কুুঁচি দিয়েছি।

PhotoCollage_1744811018218.jpg

তৃতীয় ধাপ

এখন পেঁয়াজ কুচি গুলো হালকা ভেঁজে নিয়েছি ও তাতে মুরগির মাংস গুলো দিয়েছি।

PhotoCollage_1744811457644.jpg

চতুর্থ ধাপ

এখন মুরগির মাংসে লবণ হলুদ ও মরিচের গুড়া দিয়েছি।

PhotoCollage_1744811664082.jpg

পঞ্চম ধাপ

এখন মাংস নারাচারা করে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1744811853320.jpg

ষষ্ঠ ধাপ

এখন মাংসে বাটা মসলা গুলো দিয়েছি।

IMG_20250416_195934.jpg

সপ্তম ধাপ

এখন মুরগির মাংসের মশলা দিয়েছি।

IMG_20250416_200217.jpg

অষ্টম ধাপ

এখন মাসলা সহ মাংস কষিয়ে নিয়েছি।

IMG_20250416_200832.jpg

নবম ধাপ

কষিয়ে নেওয়া পর পরিমাণ মতো জল দিয়ে ফুঁটিয়ে রান্না করেছি।

IMG_20250416_200832.jpg

দশম ধাপ

রান্না করা হয়েছে তাই নামিয়ে নিয়েছি।

IMG_20250416_201505.jpg

পরিবেশন

IMG_20250416_202447.jpg

IMG_20250416_202334.jpg

IMG_20250416_202313.jpg

IMG_20250416_201505.jpg
এই ছিলো আমার আজকের মজাদার সুস্বাদু সোনালী মুরগির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250416_210123.png

IMG_20250416_210039.png

Sort:  
 18 days ago 

লাল লাল মাংস ভুনা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। এত সুন্দর করে মুরগির মাংস রান্না করেছেন দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। সোনালি মুরগির মাংস ভুনা খেতে অনেক ভালো লাগে।

 17 days ago 

মুরগির মাংস দেখলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মুরগির মাংস রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 16 days ago 

তোমার রেসিপি টি সত্যিই অনেক সুস্বাদু হয়েছিলো আমরা সবাই মজা করে খেয়েছিলাম।অসাধারণ একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল প্রকাশ হওয়ায় তোমাকে অভিনন্দন ও শুভকামনা জানাই।❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.036
BTC 94422.72
ETH 1804.42
USDT 1.00
SBD 0.84