সাইবার সিকিউরিটি: নিজের ডেটা সুরক্ষিত রাখার উপায়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বর্তমান যুগে আমরা প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, টাকা-পয়সা লেনদেন থেকে শুরু করে অফিসের বেতন পর্যন্ত সব কিছুই এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়। বাংলাদেশেও রকেট, বিকাশ, নগদ, উপায় ইত্যাদি সেবাগুলো মানুষের জীবনে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে। কিন্তু যত সহজ হচ্ছে লেনদেন, ততই বাড়ছে অনলাইন প্রতারণা এবং অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি।
সম্প্রতি আমাদের অফিসে অনেকেই অভিযোগ করছেন, অফিস থেকে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের তথা রকেটের মাধ্যমে সেলারি পাওয়ার কিছুক্ষণ পরই তাদের একাউন্ট থেকে পুরো টাকা উধাও হয়ে যায়। এমনকি ব্যাংক কর্মকর্তারাও সুনির্দিষ্টভাবে বলতে পারেন না, এই টাকা কীভাবে, কার মাধ্যমে, কোথায় গেল। এই ধরণের ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে, আসলে আমরা কতটা সুরক্ষিত ডিজিটাল দুনিয়ায়?
আমাদের অফিসের বিষয়টি আমাকেও ভাবিয়ে তুলেছে। সেজন্য এই বিষয়ে কিছু লেখার চেষ্টা করলাম।
ফিশিংআক্রমণ: প্রতারকরা ব্যাংকের নামে বা রকেট কাস্টমার কেয়ারের ভান করে ফোন, মেসেজ বা ইমেইল পাঠায়। তারা বলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে পিন নম্বর দিন, লিমিট বাড়াতে কোড পাঠান ইত্যাদি। আমরা যদি ভুল করে তথ্য দেয়, সঙ্গে সঙ্গে তারা আমাদের একাউন্টে প্রবেশ করে টাকা তুলে নেয়।
অসচেতনতা ও দুর্বল পাসওয়ার্ড: অনেকেই নিজের মোবাইল পিন বা কোড খুব সহজ রাখি, যেমন ১২৩৪, ২০২৫, ২৬ বা জন্মতারিখ। আবার কেউ কেউ অন্যের মোবাইলে লগইন করে ব্যবহার করি। এতে হ্যাকারদের কাজ আরও সহজ হয়।
অ্যাপ ক্লোনিং ও স্পাই অ্যাপ: বর্তমানে অনেক ভুয়া মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো দেখতে একদম আসল ব্যাংকিং অ্যাপের মতো। আমরা ভুল করে ওই অ্যাপে লগইন করলে আমাদের তথ্য চলে যায় হ্যাকারদের হাতে।
সিম সোয়াপ জালিয়াতি: প্রতারকরা আমাদের মোবাইল নম্বরের ক্লোন তৈরি করে অন্য সিমে ট্রান্সফার করে নেয়। এরপর আমাদের ওটিপি পেয়ে তারা একাউন্ট হ্যাক করে।
কিভাবে আমরা নিজেকে সুরক্ষিত রাখবো
পিন বা পাসওয়ার্ড কাউকে বলবো না: কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ কখনোই ফোনে বা মেসেজে আমাদের পিন, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চাইবে না। কেউ চাইলে ধরে নিবো সে প্রতারক।
অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবো: সবসময় গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করবো। কখনোই তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করবো না।
দুই স্তরের নিরাপত্তা চালু করবো: যদি আমাদের ব্যাংক বা অ্যাপে এই অপশন থাকে, তাহলে অবশ্যই ব্যবহার করবো। এতে একাধিক সিকিউরিটি লেয়ার তৈরি হয়।
নিয়মিত অ্যাকাউন্ট চেক করবো। প্রতিদিন বা অন্তত সপ্তাহে একবার মোবাইল ব্যাংকিং লেনদেনের হিসাব চেক করবো। অচেনা কোনো লেনদেন দেখলে দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করবো।
পাবলিক ওয়াই-ফাই এ ট্রানজ্যাকশন করবো না।
ক্যাফে, পার্ক বা অফিসের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে টাকা লেনদেন করা খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাকাররা সহজেই আমাদের তথ্য সংগ্রহ করতে পারে।
অ্যান্টিভাইরাস ও মোবাইল আপডেট রাখবো।স্মার্টফোনে অ্যান্টিভাইরাস রাখবো এবং সিস্টেম রেগুলার আপডেট দিবো। এতে সাইবার আক্রমণের ঝুঁকি অনেক কমে যায়।
সাইবার সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মোবাইল ব্যাংকিং ব্যবহার করছে। কিন্তু সাইবার সচেতনতা এখনও যথেষ্ট নয়। অনেকেই জানেন না কীভাবে প্রতারণা ঘটে বা কিভাবে প্রতিরোধ করা যায়। তাই অফিস, স্কুল, এবং কমিউনিটি পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি বাড়াতে হবে।
একটি ছোট অসচেতন সিদ্ধান্ত যেমন পিন শেয়ার করা বা ভুয়া লিংকে ক্লিক করা আমাদেরকে মুহূর্তেই নিঃস্ব করে দিতে পারে। তাই প্রযুক্তি ব্যবহার করবো, কিন্তু নিরাপদভাবে।
ডিজিটাল লেনদেন আমাদের জীবনকে সহজ করেছে, তবে সেই সুবিধার সাথে দায়িত্বও বেড়েছে। নিজের ডেটা, পিন, ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এখন নিজের হাতে। সচেতন থাকুন, সাইবার প্রতারণা থেকে নিজেকে এবং আপনার কষ্টের টাকা বাঁচান।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















