মগজ ধোলাই!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সত্যজিৎ রায়ের নির্মিত হীরক রাজার দেশে সিনেমার মধ্যে এই মগজ ধোলাই যন্ত্রটার উল্লেখ পাওয়া যায়। যেখানে অত্যাচারী হীরক রাজা বাইরের রাজ্যের মানুষের কাছে নিজেকে ভালো রাখার জন্য এবং রাজ্যে যেন কেউ প্রতিবাদ করতে না পারে এইজন্যই ধরে ধরে মগজ ধোলাই করতে শুরু করে। যেখানে কৃষকের জন্য এক শ্রমিকের জন্য এক এবং শিক্ষকের জন্য ছিল এক ভিন্ন ভিন্ন মন্ত্র। মগজ ধোলাইয়ের পরে ঐ লোকগুলো ঐ কথায় বলত যা রাজা তাদের শিখিয়ে দিয়েছিল। তাদের নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি বিবেক কিছুই কাজ করতো না। আমি এই সময়ে দাঁড়িয়ে অবাক হয় এই মানুষ টা ঐ সময়ে এমন কিছুর ধারণা পেয়েছিলেন কীভাবে? হয়তো উনি বাঙালি বলেই এমন কিছু খোঁজ পেয়েছিলেন। কারণ আমরা তো এই মগজ ধোলাই করতে উস্তাদ।
আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে যেভাবে মগজ ধোলাই করা হয় এটা মনে হয় না পৃথিবীর আর কোথাও করা হয়। এখন বলতে পারেন তাহলে কী সেই যন্ত্র দিয়েই?? না ঐরকম কোন যন্ত্র এখন পযর্ন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তবে সৃষ্টিকর্তা ঐরকম একটা মগজধোলাইয়ের যন্ত্র মানুষের মধ্যে দিয়েই তাদের সৃষ্টি করেছে। একজন মানুষ চাইলেই আরেকজন মানুষ কে কথা কাজ এবং ব্যবহারের মাধ্যমে এমন ভাবে মগজ ধোলাই করতে পারে যে আপনি ঐ মানুষের বলে দেওয়া কথার বাইরে কিছুই চিন্তা করতে পারবেন না। এবং বাংলাদেশে এটার সবচাইতে বেশি চর্চা হয় রাজনৈতিক ক্ষেএে। অর্থাৎ রাজনীতিতে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সুবিধাভোগী। এই দলগুলো কারো না কারো নামে চলে। কেউ বাবার নাম ভাঙিয়ে ভোট চাই আর কেউ স্বামী আবার কেউ তো সরাসরি ধর্মকে সামিল করে।
এখন একটা মজার ফ্যাক্ট বলি। এই রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থকদের মাথায় কিছু কথা এমনভাবে ডুকিয়ে দেয় যে তারা আর কোন কিছুই চিন্তা ভাবনা করতে পারে না। অর্থাৎ ঐ নেতা যেটা বলেছে সেটাই ঠিক। আমার নেতা সবসময়ই ঠিক। তার দল অথবা নেতা যদি কখনও ভুল করে সে সেটার বিরুদ্ধে কোন কথা তো বলবেই না। উল্টা সে তার ঐ নেতার সাফাই গাইতে শুরু করবে। আমি এটা কথার কথা বলছি না মোটেও। এটা আমার দেখা একেবারে বাস্তবতা। আপনি আপনার দলের খারাপ কে খারাপ বলতে পারছেন না। আপনি তাদের সমালোচনা করতে পারছেন না। আবার অনেক সময় আপনি কিছু বলছেনই না। তাহলে এটা কী দাঁড়ালো? আপনি ঐ নেতার দ্বারা দলের দ্বারা এমনভাবে প্রভাবিত আপনার নিজের কোন বোধশক্তি নেই।
একটা রাজনৈতিক দল অথবা কোন নেতা এমনভাবে আপনার মগজ ধোলাই করেছে তাদের ধরাবাঁধা গন্ডি থেকে আপনি কিছুতেই বের হতে পারছেন না। আপনার মধ্যে ভালো খারাপ চিহ্নিত করার প্রবণতা কমে যাচ্ছে। এমনটাই কিন্তু হয় - প্রতিনিয়ত হচ্ছে। তাহলে আর কী বলেন। আর এটাই তো মগজ ধোলাই যেটা প্রতিনিয়ত করা হচ্ছে। আর এই মগজ ধোলাই চলছে বহু বছর ধরে। কারণ এই বাঙালি কে খুব সহজেই আবেগে ফাসিয়ে নিজের দলে টানা যায়। আর এই দেশে যারা স্বাধীন চিন্তা ভাবনা করতে পারে তাদের কে তারা বানাবে আপনার শএু। স্বাধীন চিন্তা ভাবনা সম্পন্ন লোক আবার এদের জন্য কিন্তু খুব ভয়ংকর হা হা। আশা করব আপনি এখন পযর্ন্ত এইরকম মগজ ধোলাইয়ের শিকার হন নাই। আপনি এখন পযর্ন্ত ঠিকঠাক আছেন হা হা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1963153378826961052?t=zh6PIUd_uOnvhWqcDPCfbw&s=19
https://x.com/Emon423/status/1963153681806758339?t=Q_tikVyvGI3vIol_FVfThQ&s=19