ঢাকার রমনা পার্কে কিছুক্ষণ
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজ মনটা অনেক খারাপ কারণ ঢাকা ও ফরিদপুর থেকে আমার বোনেরা, তাদের হাসবেন্ড সহ আমার মা ও ভাই এসেছিল সিলেটে। তিনদিন আমার সাথে কাটিয়েছে তারা।বেশ কিছু জায়গায় তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম।খুব খারাপ লেগেছে কারণ আজকে তাদেরকে বিদায় দিতে হয়েছে।ইংল্যান্ডে যাওয়ার আগে আর তাদের সাথে দেখা হবে না।বিদায় আসলেই অনেক কষ্টের, বিশেষ করে আপনজনকে বিদায় দিতে খুবই কষ্ট হয়।বিদায় দেওয়ার সময় সকলেরই চোখে পানি।আর আমার মা তো আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদছিল।যাইহোক, এটিই দুনিয়ার নিয়ম বিদায় তো দিতেই হবে। সকলে একসাথে তো আর থাকা সম্ভব নয়।তাদের সকলকে নিয়ে এবার অনেকটা সময় কাটিয়েছি।ঢাকা, কক্সবাজার সহ সিলেটের অনেক জায়গায় একসাথে তাদের সাথে কাটিয়েছি। এটিই ছিল এবছর আমার বড় প্রাপ্তি।যাইহোক এবার চলে যাচ্ছি আমার মূল পর্বে।সবাইকে নিয়ে গিয়েছিলাম ঢাকা রমনা পার্কে। প্রতিবার যখন ঢাকায় যাই রমনা পার্কে একবার ঘুরে যাই।রমনা পার্ক আমার কাছে বেশ ভালই লাগে। যাইহোক সকলে মিলে খুবই ইনজয় করেছিলাম।যেতে যেতে আমাদের দেরি হয়ে যায়, প্রায় সন্ধ্যা নেমে আসে তাই ভালোভাবে ফটোগুলো নিতে পারিনি।
প্রথমেই বাচ্চাদেরকে নিয়ে যাই রাইডগুলোতে।রাইডগুলো মোটামুটি বেশ ভালই ছিল, তবে আরও বেশি উন্নত করার দরকার ছিল যেহেতু বড় জায়গা, অনেক কিছুই করা যায় সেখানে।রাইডগুলোতে খেলাধুলা করার পর আশপাশে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম বোটে।বেশ ভালোই লেগেছিল বোটে। বাংলাদেশে যাওয়ার পর এই প্রথম রমনা পার্কে গিয়ে সকলে মিলে বোটে উঠেছিলাম।
বেশ ভালোই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রেখেছে পার্কটি।পার্কের মতো এভাবে যদি রাস্তাঘাট পরিষ্কার করে রাখা যেত তাহলে খুবই সুন্দর হয়ে যেত আমাদের বাংলাদেশটি।বাংলাদেশের বেশিরভাগ রাস্তাঘাটই অপরিষ্কার, অপরিচ্ছন্ন।কোন কোন রাস্তায় তো গন্ধে ঢোকা যায় না।পার্ক থেকে ঘোরাঘুরি করার পর বের হয়ে দেখি পার্কের সামনে ডাব আর মুড়ি মশলা বিক্রি করছে। সেখান থেকে সকলে মিলে ডাব আর খেয়ে নিলাম মুড়ি মশলা। আসলে ঝালমুড়ি আমার এত ভালো লাগে যেখানে পাই সেখান থেকেই খেয়ে নেই।আর খাওয়া-দাওয়া শেষে অবশেষে ঘরে ফিরলাম। বেশ ভালই কেটেছিল আমাদের ওই দিনটি।আজ তাহলে এতটুকুই।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আসলেই আপনজনদেরকে বিদায় দিতে খুবই কষ্ট হয়। তবে দিনশেষে বাস্তবতা মেনে নিতেই হয়। যাইহোক রমনা পার্কে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি। রমনা পার্কে গিয়ে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। খুব ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।