ফিরে এলাম কক্সবাজার থেকে আবার সিলেটে
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
পরিবারের সকলকে নিয়ে কক্সবাজারে ২-৩ দিন থাকার পর চলে এসেছিলাম ঢাকা, আর ঢাকা থেকে গতকালে ফিরে এসেছি সিলেটে।মোটামুটি এক বিভাগ থেকে আরেক বিভাগে চলছে আমাদের জার্নি। কক্সবাজারে আমাদের সকলের দারুন ইনজয় হয়েছিল। ব্যস্ততা এবং শরীর খারাপ থাকার কারণে এখনো পোস্ট করতে পারিনি।তবে সিরিয়ালে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব।আসলে এই সিজনটি ঘোরাফেরার জন্য উপযুক্ত নয়।যতবার জার্নি করেছি ততোবারই বৃষ্টি ছিল।এমনকি কক্সবাজারে একদিন বের হতে পারিনি বৃষ্টির কারণে। কিন্তু এই সিজন ছাড়া অন্য সিজনে বাংলাদেশে আসা সম্ভব নয় কারণ জুলাই মাসে সবচেয়ে লম্বা ছুটি থাকে।কি আর করা , এর মাঝেই ম্যানেজ করে ঘোরাফেরা করছি। সবচেয়ে বেশি সময় কেটেছে আমাদের ঢাকায়। কারণ ঢাকায় আমার দুই বোনের বাসা। সেখান থেকে শপিং এবং কিছু ঘোরা ফেরার কাজ সেরে নিয়েছি।
যাইহোক গতকাল আমরা সিলেটে এসে পৌঁছেছি নাইট কোচ স্লিপিং বাসে।
ঢাকা থেকে এখন সিলেটের রাস্তা খুবই খারাপ।ঝাঁকি খেতে খেতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়।বিমানে আসতে চেয়েছিলাম কিন্তু মেয়েরা রাজি হয়নি, তারা আসতে চেয়েছিল স্লিপিং বাসে।এর আগে কখনো আমরা স্লিপিং বাসে জার্নি করিনি। জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্যই এ বাসে উঠেছিলাম।আমাদের জার্নিটি ছিল জেদ্দা এক্সপ্রেস এ।ওই সময় হাতের কাছে যে বাসটি পেয়েছিলাম সেই বাসেই টিকেট বুকিং দিয়েছিলাম।বাসটি খুব বেশি খারাপও নয়, আবার খুব বেশি ভালোও ছিল না। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত সারে এগারোটা।টাইম মতই বাসটি ছেড়ে ছিল।আমাদের বেড ছিল দোতলায়। মেয়েরাতো বেড পেয়ে খুবই এক্সাইটেড ছিল। আমারও খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রবলেম হলো তাদের ব্লাংকেট আর পিলো গুলো সুবিধার ছিল না।তাই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারিনি।এছাড়া ঝাঁকুনি তো ছিলই। কিন্তু বাচ্চাদের কোন প্রব্লেম হয়নি, তারা আরামদায়ক ঘুম দিয়েছে।মাঝে একটু বিরতি ছিল।সেখানে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়।তখন একটুখানি ঘুম হয় আমার।ঘুম ভেংগেই দেখি আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি।
মোট সাত থেকে সাড়ে সাত ঘন্টা সময় লেগেছে আমাদের জার্নিতে। যাইহোক জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্যই এই বাসে উঠেছিলাম।আগে অনেকেরই দেখেছিলাম এভাবে জার্নি করা আর সেখান থেকেই আমার ইচ্ছে হয়েছিল এভাবে একদিন জার্নি করার। সেই ইচ্ছেটাও পূরণ করে ফেললাম।যাইহোক আজ তাহলে এতটুকুই।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

পরিবারের সবাই মিলে ভালো সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।স্লিপিং কোচে আমিও অনেককেই জার্নি করতে দেখেছি।আমার ও এই অভিজ্ঞতা হয়নি।একদিন আমিও কোথাও যাব।আশাকরি খুব সুন্দর সময় কাটাচ্ছেন। দোয়া রইলো আপু।
এটা একদম ঠিক বলেছেন আপু। মাস দুয়েক আগে অর্থাৎ কোরবানির ঈদের তৃতীয় দিন আমরা সিলেট গিয়েছিলাম ঘুরতে। রাস্তা একেবারেই বাজে। যাইহোক কক্সবাজারে ঘুরাঘুরি করে সিলেটে ফিরে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো। কক্সবাজারের ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম।