প্রথমবারের মতো এম আর আই করার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_0574.jpeg

কিছুদিন আগের একটি পোস্টে বলেছিলাম এম আর আই এর ডেট দিয়েছে। হ্যাঁ বন্ধুরা অপারেশনের প্রায় এক মাস পর এই ডেটটি দিয়েছিল কিন্তু বাংলাদেশে যাওয়ার কারণে করতে পারিনি। তাই বাংলাদেশ থেকে ফেরার পরপরই লেটারে পেয়ে গেলাম এম আর আই এর ডেট।আজ সকাল ৮ঃ১০ এ অ্যাপয়েন্টমেন্ট ছিল।লেটারে ডিটেলস বলে দিয়েছিল কি কি করতে হবে।এছাড়া ফোন করেও আমার ডিটেইলস নিয়েছিল এবং বলে দিয়েছিল কি কি করতে হবে। মেটাল জাতীয় কোন ধাতু শরীরে থাকা যাবেনা, সোনা, গহনা কিছুই পরা যাবে না ওই সময়।এছাড়া চার ঘণ্টা আগে কোন খাবারও খাওয়া যাবে না।যাইহোক এর আগে কোনদিনও এম আর আই করা হয়নি, মনে মনে একটু ভয়ে ছিলাম কিভাবে করবে।এর আগে টেলিভিশনে দেখেছিলাম একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে এম আর আই করে, কিছুটা সিটি স্ক্যানের মতোই।আগে থেকে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম ক্যানোলা এর মাধ্যমে ইনজেকশন দেওয়া হবে। কিন্তু কোন ইনজেকশন লাগেনি।

এ পর্যন্ত আমার ৩-৪ বার সিটি স্ক্যান হয়ে গিয়েছে,তাই সিটি স্ক্যানে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।যখন ইনজেকশন দেওয়া হয় তখন সারা শরীর গরম হয়ে যায়।মাত্র ৪-৫ মিনিটেই শেষ হয়ে যায়।কিন্তু এম আর আই পুরোই ভিন্ন।২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে।মেশিনে ঢোকানোর আগে কিছু প্রসেস ছিল।শরীরের উপরে ক্যামেরা সেট করা একটি অ্যাপ্রনের মত পরিয়ে দিল।হেডফোনের মত মেশিন দিল, কানে যেন বেশি শব্দ না আসে।কারণ ওই সময় অনেক শব্দ হয়। তখন একটুখানি ভয় করছিল। পুরো শরীর মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল।মেশিনে ঢোকানোর আগে হাতে ছোট্ট একটি যন্ত্র দিয়েছিল, বলেছিল কোন প্রবলেম হলে এটি চাপতে হবে।এর আগে ওই রুমে ঢোকার সময় হাজব্যান্ড কে বলেছিল সে কি চায় নাকি আমার সাথে থাকতে।তখন শুনে খুশি হয়ে গেলাম কারণ সিটি স্ক্যানের সময় কাউকে সাথে থাকতে দেয় না।আর এই স্ক্যানের সময় যে কেউ পাশে থাকতে পারবে।যেহেতু হাজব্যান্ড আমার সাথে রুমে যাচ্ছিল তাই আমার মত তারও সবকিছু রেখে যেতে হয়েছিল যেমন মোবাইল ফোন সহ কোন মেটাল জাতীয় জিনিস তার সাথে থাকতে পারবে না।

যাইহোক হাজব্যান্ডকে সাথে পেয়ে একটু সাহস পেলাম।মেশিন হতে পাওয়া ইন্সট্রাকশন এর মাধ্যমে বেশ কিছুবার শ্বাস-প্রশ্বাস নিয়েছি।কয়েকবার নিঃশ্বাস ধরে রাখতে হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য।জোরে জোরে শব্দ হচ্ছিল।এভাবে কেটে গেল প্রায় 20 থেকে 25 মিনিটের মতো।এরপর আমাকে বের করা হলো।যাইহোক সবকিছু শেষে তারা বলল রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দিবে।এক সপ্তাহের মধ্যে যদি না দেয় তাহলে ফোন করে জানতে হবে।জানিনা রিপোর্ট কি আসবে? তবে মাঝে মাঝে হালকা ব্যথা অনুভব করি এ কারণে একটু ভয় হচ্ছে।আর আমার অপারেশন কোন নরমাল অপারেশন ছিল না, বড় ধরনের একটি অপারেশন ছিল।অনেক জটিলতা ছিল অপারেশনে। যাইহোক এখন অপেক্ষার পালা। সকলেই দোয়া করবেন যেন রিপোর্টটি ভালো আসে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

চিকিৎসা লেভেলে এম আর আই হলো একটি কঠিন প্রক্রিয়া এ জিনিসটা তখনই করতে হয় যখন শরীরের মধ্যে বড় কোন রকমের সমস্যা সৃষ্টি হয় বা সেই সমস্যাকে চিহ্নিত করার জন্য। দোয়া এবং প্রার্থনা রইলো আপু আশা করি আপনার রিপোর্ট ভালো আসবে ইনশাআল্লাহ। তবে সিটি স্ক্যান যেহেতু এতবার করে ফেলেছেন তবে এই দিকটাতেও একটু খেয়াল রাখবেন যেন আর যেতে না হয় কেনোনা সিটি স্ক্যান অধিক বার হলে সমস্যার সম্মুখীন হতে পারেন। সিটি স্ক্যান এম আর আই এবং এক্স-রে রুমে একাধিকবার প্রবেশ করলে রক্তশূন্যতা বা ক্যান্সার নামক জটিল রোগের উদ্ভব ঘটে। সবকিছুই আল্লাহ ভরসা আপু। এক সপ্তাহ পরেই তাহলে জানা যাবে রিপোর্টে কি আসলো। তবে টেনশন থেকে মুক্ত থাকবেন এটাই শ্রেয় আপু।

 2 months ago 

আপনার প্রথমবারের মতো এম আর আই করার অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিলো। আমাদের ভাইয়া পাশে না থাকলে হয়তোবা আরও ভয় পেতেন। আশা করি রিপোর্ট ভালোই আসবে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 101923.83
ETH 3401.46
USDT 1.00
SBD 0.56