শপিং এর মধ্য দিয়ে বাচ্চাদের সাথে ব্যস্তময় একটি দিন , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের নিয়ে শপিংমলে কেনাকাটার কিছু মুহুর্ত শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই হয়ত জানেন ইংল্যান্ডে এখন সামার হলিডে চলছে । সেপ্টেম্বর থেকে তাদের নতুন ইয়ার শুরু হয়, আমার বড় মেয়ে পঞ্চম শ্রেণীতে আর ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণীতে উঠবে । এই তো আর মাত্র কয়েকটা দিন পরেই স্কুল খুলে যাবে, তাই আজকে আমার শপিংয়ের উদ্দেশ্য তাদের স্কুলের জন্য কিছু ইউনিফর্ম, স্কুল ব্যাগ , লাঞ্চ ব্যাগ ইত্যাদি যাবতীয় কিছু জিনিসপত্র এবং আমার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটি করা। দিনটি তারা খুবই উপভোগ করেছিল কারণ তারা তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পেরেছিল।

ওদের এই কেনাকাটা দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। ওদের মতো আমিও এক্সাইটেড ছিলাম নতুন ড্রেস ,নতুন ক্লাস , নতুন ,টিচার ,নতুন বই ইত্যাদি নিয়ে। আমার মনে আছে আমি বেশি এক্সাইটেড ছিলাম নতুন বই নিয়ে, নতুন বইয়ের ঘ্রাণই ছিল আলাদা, প্রাণ জুড়িয়ে যেতো ঘ্রাণ নিয়ে। নতুন বইয়ের জন্য স্কুলে আমরা সবাই লাইন ধরে দাড়িয়ে থাকতাম বই পাওয়ার আগ্রহে। প্রত্যেকেই ছয়টি করে নতুন বই পেত, তখন অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হতো। কিন্তু আমার বাচ্চাদের বেলায় তা ভিন্ন, তাদেরকে কোন নতুন বই দেয়া হয় না। তাদের সিস্টেম হচ্ছে প্রতি সপ্তাহে একটি করে বই দেওয়া, পড়া শেষ হয়ে গেলে সেটি ফেরত দিয়ে আবার অন্য একটি বই আনা, এভাবে তারা একটি বছর শেষ করে। এই প্রক্রিয়া বছরজুড়ে চলতে থাকে এতে করে তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে, অর্থাৎ তাদের জ্ঞান অর্জন শুধু সীমিত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা, এতে তারা বহুবিধ জ্ঞান অর্জন করে থাকে ,প্রক্রিয়াটি এক কথায় খুবই ভালো।

1F282C28-3DE4-4C68-A9A9-D638DF16AC7E.jpeg

F483336B-D0C8-488F-BD1E-7B9EC6426C0A.jpeg

1CB6D7EE-7325-46AF-8C2F-8C0859CBA2EB.jpeg

C7E945DB-2630-493F-9B1A-27405BD671C7.jpeg

0294B338-F559-4A29-9015-00F81DCA4E84.jpeg

558FF462-352C-49B4-98CD-C188FFE0DCFE.jpeg

BDD7DDF1-FE96-485E-8331-D6585E6C8CCD.jpeg

992E69DF-599D-4F37-A73D-203D47EF13CE.jpeg

জরুরী জিনিসপত্র কেনা কাটার পর এবার পালা হলো তাদের কিছু খেলনা কেনা কাটা। শপিংমলে এসে খেলনাপাতি না কেনা এটাতো অসম্ভব ব্যাপার, প্রতিবারই তারা যখন শপিংমলে আসে খেলনাপাতি তাদের অবশ্যই লাগবে, এটা না হলে তাদের শপিং হবেই না, এর জন্যই তারা বেশি এক্সাইটেড থাকে।

883686A8-4EEA-4679-8C01-8BA1C6BA250B.jpeg

0B32D97E-C927-4AF0-8EA8-05B50DD51975.jpeg

ডিসাইড করছে কোনটা কেনা যায়?

B61B7023-8070-4E60-B999-46380C7841E3.jpeg

3EEA10BB-991A-439B-9C22-B31CFB4D2709.jpeg

8541C6EC-3549-498F-A6DB-76866BF6DFE9.jpeg

8BDB5811-E7AF-40D4-B669-D41D7F7F6562.jpeg

কেনাকাটা শেষে এবার কিছু খাওয়া-দাওয়ার পালা, শপিংমলে এসে খাওয়া-দাওয়া হবে না এটাও তো অসম্ভব ব্যাপার।

সবশেষে কেনাকাটা করি আমার পছন্দের তিনটি ফল একটি আম ,অন্যটি তরমুজ এবং আমার সবচেয়ে পছন্দের ফল লিচু, তবে এই লিচুর স্বাদ বাংলাদেশি লিচুর মতো নয় এর স্বাদ একটু ভিন্ন রকমের, বাংলাদেশেরটা অনেক মজার।

E23019B7-BF91-4264-9A5D-5A6832941F23.jpeg

image.jpg

image.jpg

উপরের সবগুলো ফটোগ্রাফির what3words address:

Here is a precise what3words address:
https://w3w.co/hurry.comical.chef

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 4 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর, এবং শপিং মলটি অসাধারণ ছিল, শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য।

 4 years ago 

ফটোগ্রাফি গুলো সুন্দর হইছে,ব্যাগের উপর কালো চেহারার পুতুলটা আমার খুবই ভালো লেগেছে,তার ঘুমানোর টা একদম বাচ্চাদের মতোই,শুভকামনা আপনার জন্য ভাই

 4 years ago 

এই পুতুলটা দেখেই তো আমার বাচ্চাটা পাগল হয়ে গিয়েছিল ব্যাগটা কিনার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলেই ব্যাগটা অনেক সুন্দর,আপনার পরিবারের জন্যে দোয়া রইল

 4 years ago 

এই কোরোনার মধ্যে সবাই মিলে খুব সুন্দর একটি সময় পার করেছো। সাবধানে থেকো। ধন্যবাদ সুন্দর মুহূর্তটা সবার মাঝে ভাগ করার জন্য।

 4 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ।

 4 years ago 

কেনাকাটা মানেই আলাদা আনন্দের বন্যা।তবে আমি ব্যাগের মধ্যে বাচ্চার মুখ দেখে ভয় পেয়েছি আপু।শুভকামনা রইলো আপনার এবং আপনার বাচ্চাদের জন্য।

 4 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ, এই ব্যাগের মধ্যে বাচ্চার মুখ দেখেই আমার বাচ্চাটা এটি কিনেছে, এটি ছাড়া আর কোনোটিও তার পছন্দ হয়নি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 115309.22
ETH 4451.94
SBD 0.86