বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি ।। পর্ব-০৩
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।
হলুদ সোনালী রঙের অসাধারণ সৌন্দর্যের ধারক এই ফুল । সাধারণত একই ডালে ফুলের কলি এবং ফুটন্ত ফুল এক সাথে দেখা যায় । আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম আমাদের গ্রামে অবস্থিত ভূমি অফিসের পাশে থেকে । গত বৃহস্পতিবারে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সেখানে আর তখনি এই ফুল গুলো আমার চোখে পড়লো আমি ফটোগ্রাফি করে নিলাম ।
![]() | ![]() | ![]() |
---|
আমাদের অঞ্চলে এর নাম পটপটি ফুল । সাধারণত এই অদ্ভুত নাম হয়েছে এর ফলের জন্য । এর ফল গুলো পেকে শুকিয়ে গেলে হাতের একটু সংস্পর্শে এলেই পট করে ফেটে যায় । ফুলের মাঝে ঘন বেগুনী রঙ এবং উপরের দিকে হাল্কা সাদাটে বেগুনী । সাধারণত একটি বোঁটায় একটি ফুল ফোটে । স্যাঁতসেঁতে ছায়া যুক্ত স্থানে এই ফুল গাছ গুলো সাধারণত এক সাথে অনেক গুলো জন্মাতে দেখা যায় । আমি এই ফুলের ফটোগ্রাফি গুলোও করেছি ভুমি অফিসের পাশে অবস্থিত বাঁশ বাগানের নীচে থেকে । এক সাথে অনেক গুলো ফুল ফুটন্ত অবস্থায় দেখে কিছু ফটোগ্রাফি করে নিলাম ।
![]() | ![]() |
---|
নাক ফুলের মত দেখতে এই ফুল গুলোকে ছোট বেলায় আমরা নাকমাছি ফুল বলে ডাকতাম । এর পাতা ঔষধি গুণ সম্পন্ন । শাক হিসেবে খাওয়া যায় বলে শুনেছি কিন্তু কখনো খেয়ে দেখা হয়নি । তবে এত এত গুণ যার সেইটা খুব শিঘ্রই খাবার তালিকায় যোগ করে নিচ্ছি ।
![]() | ![]() |
---|
এই উদ্ভিদ গুলো এক সময় আমার গ্রামে প্রচুর পরিমাণে দেখে যেত । কিন্তু মাঝে কিছুটা সময় যেন একে বারেই হারিয়ে গেছিলো । এখন আবার নতুন করে এর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে । এর ফুল এবং ফলের সাথে কলকাসুন্দার ফুল ফলের কিছুটা মিল আছে । তবে এর পাতা হয় গোলাকার । এবং কলকাসুন্দার পাতা হয় লম্বাটে এবং কিছুটা সুচালো । তবে ফুল গুলো একই রকম । ফল উপরের দিকে একই রকম হলেও ভেতরের দিকটা আলাদা । উচ্চতার দিক থেকেও এর উচ্চতা অনেক কম কলকাসুন্দার চেয়ে ।
![]() | ![]() |
---|
আজকে আমার বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি পর্বে আরো কয়েকটি নতুন ফুল ও উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি । আশা করি আপনাদের ভাল লেগেছে । আবার দেখা হবে অন্য কোন পর্বে আপাতত এখানেই শেষ করছি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |

আপনি তো দেখছি প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্যনতুন বনফুলের পরিচয়। আসলে এই জিনিসগুলো সব সময় আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা এর সৌন্দর্য উপভোগ। কিন্তু আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সবাই এই এটা সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করতে সক্ষম হচ্ছে।
কয়েকদিন ধরে ভেবে চিনতে এই পর্বটি শুরু করেছি। তবে এখন একটা উপকার হয়েছে। বনে জংগলে খুব চোখ পড়ছে আর নিত্যনতুন ফুলের সাথে পরিচিত হয়ে যাচ্ছি।
অসাধারণ আপনার ফটোগ্রাফি ভাইয়া। এই ধরনের ফুল গুলো অনেকে দেখেছি কিন্তু এগুলোর নাম জানা ছিল না আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ।
আমিও অনেকগুলোর নাম এর আগে জানতাম না। এখন এগুলো নিয়ে বেশী ঘাটাঘাটি করার জন্য জানার সুযোগ পাচ্ছি। বাড়িতে অথবা রাস্তায় পরিচিত জনদের থেকে নাম জেনে নিচ্ছি।
আসলে আমাদের আশেপাশে এরকম হাজারো সুন্দর ফুল ফল রয়েছে কিন্তু আমরা অতটাও খেয়াল করি না। তবে যাই হোক বিষয়টি সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করছি এদের সৌন্দর্য তুলে ধরার জন্য।
বন্যফুল গুলো বেশ চমৎকার হয়েছে আপনি অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন এর আগে ও আপনার ফটোগ্রাফি আমি দেখেছি সেই হিসেবে বললাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
সময় এবং পরিবেশ এর সাথে তাল মিলিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।
সেজন্যই অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য
ভাইয়া আপনি যে উদ্ভিদের নাম সেয়ার করেছেন সে গুলো আমি জীবনেও শুনি নাই। আপনার মাধ্যমে জানতে পরলাম। উদ্ভিদের নাম গুলোও অনেক অদ্ভোত।
আমাদের চারপাশে এগুলো সব সময় বিদ্যমান কিন্তু এর নাম আমাদের জানা হয়েই উঠেনা। তাই নতুন করে জানার চেষ্টা।
আপনার মাধ্যমে কয়েকটি বুনো ফল ও উদ্ভিদ সম্পর্কে পরিচিত হতে পারলাম। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে পরিচয় পর্ব উপস্থাপন করেছেন। পরবর্তীতে এরকম সুন্দর পোস্ট আপনার থেকে আশা করব শুভকামনা রইল।
কিছু নতুন তথ্য আপনি আমার পোস্টের মাধ্যমে।জানতে পারলেন শুনে ভাল লাগলো। সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
বনফুল এবং উদ্ভিদের পরিচিতি নিয়ে গত পর্বের পোস্টটিও আমি পড়েছিলাম আপনি খুবই সুন্দর ভাবে আলোচনা করেছিলেন । আজকেও অনেক সুন্দর আলোচনা ছিল সেই সাথে অনেক চমৎকার ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে এবং সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
নিয়মিত আমার পোস্ট গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম ভাইয়া ।অনেক কিছু গাছ ও ফুলের সম্পর্ক অজানা ছিল যা আপনার পোষ্টের মাধ্যমে সবকিছু জেনে নিলাম। ধন্যবাদ এমন পোস্ট শেয়ার করার জন্য।
আমিও উদ্ভিদ গুলো সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করেছি। তাই অনেক তথ্য পাওয়ার সুযোগ হয়েছে।
আপনি দারুন ফটোগ্রাফির মাধ্যমে উদ্ভিদ পরিচিতি আমাদের সঙ্গে তুলে ধরেছেন যা অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।