বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি ।। পর্ব-০৩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আজ সোমবার

১৫ই আগস্ট ২০২২ ইং || ৩১শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ || ১৬ই মহররম ১৪৪৪ হিজরি ।

আসসালামু আলাইকুম

প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।

আমার বাংলা ব্লগ(7).jpg

বুনোফুল সম্পর্কে আমি যত জানার চেষ্টা করছি । আমার চোখ যেন ততটাই হারিয়ে যাচ্ছে সৌন্দের রঙ্গিন পৃথিবী মাঝে । আসলে তারা ছড়িয়ে যাচ্ছিলো তাদের সৌন্দর্য নিরঙ্কুশ ভাবে ছড়িয়ে দিচ্ছে শুধু আমরা চোখ মেলে দেখিনা কখনো । তাই আড়ালেই থেকে গেছে তারা । আমার এই পর্ব শুরু করার উদ্দেশ্য মুলতো এটাই । তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমার আজকের আয়োজন ।
কলকাসুন্দা

হলুদ সোনালী রঙের অসাধারণ সৌন্দর্যের ধারক এই ফুল । সাধারণত একই ডালে ফুলের কলি এবং ফুটন্ত ফুল এক সাথে দেখা যায় । আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম আমাদের গ্রামে অবস্থিত ভূমি অফিসের পাশে থেকে । গত বৃহস্পতিবারে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সেখানে আর তখনি এই ফুল গুলো আমার চোখে পড়লো আমি ফটোগ্রাফি করে নিলাম ।

IMG_২০২২০৮১১_১১৪৫৩২.jpgIMG_২০২২০৮১১_১১১৮১৯.jpgIMG_২০২২০৮১১_১১১৮২৮.jpg
রুয়েলিয়া

আমাদের অঞ্চলে এর নাম পটপটি ফুল । সাধারণত এই অদ্ভুত নাম হয়েছে এর ফলের জন্য । এর ফল গুলো পেকে শুকিয়ে গেলে হাতের একটু সংস্পর্শে এলেই পট করে ফেটে যায় । ফুলের মাঝে ঘন বেগুনী রঙ এবং উপরের দিকে হাল্কা সাদাটে বেগুনী । সাধারণত একটি বোঁটায় একটি ফুল ফোটে । স্যাঁতসেঁতে ছায়া যুক্ত স্থানে এই ফুল গাছ গুলো সাধারণত এক সাথে অনেক গুলো জন্মাতে দেখা যায় । আমি এই ফুলের ফটোগ্রাফি গুলোও করেছি ভুমি অফিসের পাশে অবস্থিত বাঁশ বাগানের নীচে থেকে । এক সাথে অনেক গুলো ফুল ফুটন্ত অবস্থায় দেখে কিছু ফটোগ্রাফি করে নিলাম ।

IMG_২০২২০৮১১_১১১৪০২.jpgIMG_২০২২০৮১১_১১৪৭২৬.jpg
উষনি শাক

নাক ফুলের মত দেখতে এই ফুল গুলোকে ছোট বেলায় আমরা নাকমাছি ফুল বলে ডাকতাম । এর পাতা ঔষধি গুণ সম্পন্ন । শাক হিসেবে খাওয়া যায় বলে শুনেছি কিন্তু কখনো খেয়ে দেখা হয়নি । তবে এত এত গুণ যার সেইটা খুব শিঘ্রই খাবার তালিকায় যোগ করে নিচ্ছি ।

IMG_২০২২০৮১১_১১১৭০৭.jpgIMG_২০২২০৮১১_১১৪৬০৩.jpg
চাকুন্দা

এই উদ্ভিদ গুলো এক সময় আমার গ্রামে প্রচুর পরিমাণে দেখে যেত । কিন্তু মাঝে কিছুটা সময় যেন একে বারেই হারিয়ে গেছিলো । এখন আবার নতুন করে এর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে । এর ফুল এবং ফলের সাথে কলকাসুন্দার ফুল ফলের কিছুটা মিল আছে । তবে এর পাতা হয় গোলাকার । এবং কলকাসুন্দার পাতা হয় লম্বাটে এবং কিছুটা সুচালো । তবে ফুল গুলো একই রকম । ফল উপরের দিকে একই রকম হলেও ভেতরের দিকটা আলাদা । উচ্চতার দিক থেকেও এর উচ্চতা অনেক কম কলকাসুন্দার চেয়ে ।

IMG_২০২২০৮১৩_১৮১৭৫৬.jpgIMG_২০২২০৮১৩_১৮১৮০৬.jpg

আজকে আমার বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি পর্বে আরো কয়েকটি নতুন ফুল ও উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি । আশা করি আপনাদের ভাল লেগেছে । আবার দেখা হবে অন্য কোন পর্বে আপাতত এখানেই শেষ করছি ।

আল্লাহ্‌ হাফেজ
ধন্যবাদান্তে @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

আমার পরিচয়

IMG_20170303_142442.jpg

আমার নাম মারুফ হাসান । আমি বাংলাদেশী আমার প্রাণের আবেশ বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালবাসি । ভালবাসি বাংলা ভাষাকে । আমি পড়াশুনা করেছি তড়িৎ প্রোকৌশল বিদ্যায় । তবে বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভাল লাগে । আমার ভাললাগার মাঝে ভ্রমণ হলো অন্যতম । সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘর ছেড়ে । দু চোখে খুজেফিরি প্রকৃতির সৌন্দর্য । আমি আমার সময় গুলো কাজে লাগায় বিভিন্ন সৃজনশীল কাজের মাঝে । নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভাল লাগে খুব । বিশ্ব জোড়া পাঠ শালা মোর সবার আমি ছাত্র ।

ধন্যবাদ সবাইকে

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

আপনি তো দেখছি প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্যনতুন বনফুলের পরিচয়। আসলে এই জিনিসগুলো সব সময় আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা এর সৌন্দর্য উপভোগ। কিন্তু আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সবাই এই এটা সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করতে সক্ষম হচ্ছে।

 3 years ago 

কয়েকদিন ধরে ভেবে চিনতে এই পর্বটি শুরু করেছি। তবে এখন একটা উপকার হয়েছে। বনে জংগলে খুব চোখ পড়ছে আর নিত্যনতুন ফুলের সাথে পরিচিত হয়ে যাচ্ছি।

 3 years ago 

অসাধারণ আপনার ফটোগ্রাফি ভাইয়া। এই ধরনের ফুল গুলো অনেকে দেখেছি কিন্তু এগুলোর নাম জানা ছিল না আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ।

 3 years ago 

আমিও অনেকগুলোর নাম এর আগে জানতাম না। এখন এগুলো নিয়ে বেশী ঘাটাঘাটি করার জন্য জানার সুযোগ পাচ্ছি। বাড়িতে অথবা রাস্তায় পরিচিত জনদের থেকে নাম জেনে নিচ্ছি।

 3 years ago 

আসলে আমাদের আশেপাশে এরকম হাজারো সুন্দর ফুল ফল রয়েছে কিন্তু আমরা অতটাও খেয়াল করি না। তবে যাই হোক বিষয়টি সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করছি এদের সৌন্দর্য তুলে ধরার জন্য।

 3 years ago 

বন্যফুল গুলো বেশ চমৎকার হয়েছে আপনি অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন এর আগে ও আপনার ফটোগ্রাফি আমি দেখেছি সেই হিসেবে বললাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

সময় এবং পরিবেশ এর সাথে তাল মিলিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সেজন্যই অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য

 3 years ago 

ভাইয়া আপনি যে উদ্ভিদের নাম সেয়ার করেছেন সে গুলো আমি জীবনেও শুনি নাই। আপনার মাধ্যমে জানতে পরলাম। উদ্ভিদের নাম গুলোও অনেক অদ্ভোত।

 3 years ago 

আমাদের চারপাশে এগুলো সব সময় বিদ্যমান কিন্তু এর নাম আমাদের জানা হয়েই উঠেনা। তাই নতুন করে জানার চেষ্টা।

 3 years ago 

আপনার মাধ্যমে কয়েকটি বুনো ফল ও উদ্ভিদ সম্পর্কে পরিচিত হতে পারলাম। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে পরিচয় পর্ব উপস্থাপন করেছেন। পরবর্তীতে এরকম সুন্দর পোস্ট আপনার থেকে আশা করব শুভকামনা রইল।

 3 years ago 

কিছু নতুন তথ্য আপনি আমার পোস্টের মাধ্যমে।জানতে পারলেন শুনে ভাল লাগলো। সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বনফুল এবং উদ্ভিদের পরিচিতি নিয়ে গত পর্বের পোস্টটিও আমি পড়েছিলাম আপনি খুবই সুন্দর ভাবে আলোচনা করেছিলেন । আজকেও অনেক সুন্দর আলোচনা ছিল সেই সাথে অনেক চমৎকার ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে এবং সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

নিয়মিত আমার পোস্ট গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বুনো ফুল, ফল ও উদ্ভিদ পরিচিতি মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম ভাইয়া ।অনেক কিছু গাছ ও ফুলের সম্পর্ক অজানা ছিল যা আপনার পোষ্টের মাধ্যমে সবকিছু জেনে নিলাম। ধন্যবাদ এমন পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও উদ্ভিদ গুলো সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করেছি। তাই অনেক তথ্য পাওয়ার সুযোগ হয়েছে।

 3 years ago 

আপনি দারুন ফটোগ্রাফির মাধ্যমে উদ্ভিদ পরিচিতি আমাদের সঙ্গে তুলে ধরেছেন যা অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 115261.34
ETH 4167.06
BNB 1353.82
SBD 0.62