ফ্রিল্যান্সিং [A freelancer] [Part -1]

in #blog5 years ago

Img Source 

বন্ধুরা আজকে আমার এই আর্টিকেলটি ফ্রিল্যান্সিং নিয়ে । 


বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বলতে গেলে বেশিরভাগ  শিক্ষিত মানুষই বাংলাদেশে বেকার। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বেকার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরি না পেয়ে মানুষ ছুটছে বিকল্প কর্মসংস্থানের পিছনে। বিকল্প এ পেশা কি আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি? 

ফ্রিল্যান্সিং মূলত স্বাধীনভাবে কাজ করা যেমন ধরুনঃ একজন অটোরিকশা চালক সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার কারণ সে চাইলে অটো রিসকা চালিয়ে আয় করতে পারে আবার যদি সে না চায় তাহলে সে অটোরিকশা নাও চালাতে পারে এটা তার ইচ্ছে ।

অনলাইনে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বলতে আমরা বুঝি স্থায়ীভাবে কারো কাজ না করে প্রজেক্ট ভিত্তিক অন্যের কাজ করে দিয়ে সেটার বিনিময়ে অর্থ উপার্জন করা। এবং এই কাজটি সম্পন্ন হবে ভার্চুয়াল জগতে। ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এবং আপনি আপনার নিজের দক্ষতায় সে কাজটি সম্পন্ন করবেন এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করবেন এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং।  ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের রয়েছে বিভিন্ন কাজের স্বাধীনতা। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার।আর এই বাজারে কাজ করে আপনি চাইলেই ইনকাম করে স্বাবলম্বী হতে পারেন। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের অবস্থান বেশ ভালো এবং আপনি জানলে অবাক হবেন বড় বড় মার্কেটপ্লেসগুলোতে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করে থাকে।

Img Source 

ফ্রিল্যান্সিং করার জন্য অফিস কিংবা বড়সড় কোন বিনিয়োগ এর প্রয়োজন পড়ে না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার দরকার একটি ল্যাপটপ কিংবা একটি কম্পিউটার এবং সাথে ইন্টারনেট সংযোগ। 


বর্তমান বিশ্বে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, গেম, 3D এনিমেশন, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, সফ্টওয়্যার বাগ টেস্টিং, ডাটা এন্ট্রি,ভিডিও এডিটিং ইত্যাদি কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে । এর যেকোনো একটি কাজ আর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সেটার ওপর ভিত্তি করেই আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। 

Img Source

আর এই কাজগুলো আপনি যেখানে খুঁজে পাবেন সেই প্লেস টির নাম হচ্ছে মার্কেটপ্লেস ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকে মূলত এই মার্কেটপ্লেসগুলোর হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।এ মার্কেটপ্লেসগুলোতে দুই ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে প্রথমত একদল লোক কাজ দেয় এবং একজন লোক সেই কাজগুলোকে সম্পূর্ণ করে। যারা এই মার্কেটপ্লেসগুলোতে কাজ দে তারা হচ্ছে ক্লায়েন্ট এবং যারা ক্লায়েন্টের কাজ করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। 

কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস 


https://www.freelancer.com/

এটি একটি খুবই ভালো মারকেটপ্লেস এখানে কাজ পাওয়ার জন্য বিট করতে হয় ক্লায়েন্টরা যখন কাজ দেয় তখন সেই কাজ এর জন্য অনেকেই বিট করে বা সে কাজটি পাওয়ার জন্য এপ্লিকেশন করে অনেক জনের ভিতর ক্লায়েন্ট তার ইচ্ছে মত একজনকে সে কাজটি দিয়ে দেয়

www.upwork.com 

আপওয়ার্ক 2003 সাল থেকে অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট ফ্রিল্যান্সারদের জন্য। 

এই ওয়েবসাইটটি পূর্বে ওডেক্স নামে পরিচিত ছিল। বর্তমানে এটি আপওয়ার্ক নামের সারাবিশ্বে পরিচিত। এখানে ক্লায়েন্টরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম কাজ দিয়ে থাকে এবং ফ্রিল্যান্সাররা সে কাজের জন্য বিট করে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজটি কমপ্লিট করে ক্লায়েন্টের কাছে প্রদান করে। 

 অনেকটা freelancer.com এর মতই। 


ফাইভার (www.fiverr.com)

ব্যক্তিগতভাবে ফাইবার আমার কাছে সবচেয়ে ভালো লাগা একটি ওয়েবসাইট।এই মারকেটপ্লেস টি অন্যান্য মার্কেটপ্লেসের থেকে একটু ভিন্ন। এই মার্কেটপ্লেসে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের কাজ রয়েছে। তবে এখানে কাজ পাওয়ার জন্য ক্লায়েন্টদের কাছে বিট করার প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে আপনি যে কাজে দক্ষ সে কাজের একটি বিস্তারিত প্যাকেজ বানিয়ে এখানে পোস্ট করতে হবে। আপনি যে কাজ পারেন সে কাজটি এখানে তুলে ধরতে হবে। আপনার সার্ভিস অনুযায়ীক্লায়েন্টরা আপনাকে ডলারের বিনিময় কাজের জন্য অর্ডার করবেন। 




ফ্রিল্যান্সিং খুব সহজ কোন কাজ  না। আবার ফ্রিল্যান্সিং করে আপনি আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা এবং তা ঘরে বসেই। তবে এটার পিছনে আপনাকে অবশ্যই অনেক স্ট্রাগল করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনাকে যুগ উপযোগী একটি বিশেষ কাজে দক্ষ হতে হবে। এছাড়াও ভালো ইংরেজি কমিউনিকেশন স্কিল ইত্যাদি আপনার নিজের ভিতর থাকতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ধৈর্য। প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে হবে ।এছাড়াও কম্পিউটারের উপর আপনার ভালো স্কিল থাকতে হবে। 


পরবর্তী ব্লগে আমি ফ্রিল্যান্সিং নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব । স্পেশালি কোন কোন কাজগুলো হেভি ডিমান্ড ফুল সেই কাজগুলো নিয়ে বিস্তারিত একটি পোস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই ধন্যবাদ সময় দিয়ে ব্লগ টি পড়ার জন্য


Sort:  

To listen to the audio version of this article click on the play image.

Brought to you by @tts. If you find it useful please consider upvoting this reply.

This post has received a 12.88 % upvote from @boomerang.

Congratulations @asifsikder! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 250 as payout for your posts. Your next target is to reach a total payout of 500

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64243.42
ETH 3152.93
USDT 1.00
SBD 4.28