মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি জনপ্রিয় কাজগুলো 👇

in #blog5 years ago

বন্ধুরা আমি আগের ব্লগে ফ্রিল্যান্সিং এবং মার্কেটপ্লেস নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে ।আজকের এই ব্লগ দিতে আমি আলোচনা করব মার্কেটপ্লেসে সবচেয়ে বেশি জনপ্রিয় বা বেশি চাহিদা থাকে এরকম কাজ নিয়ে । তাই বন্ধুরা ফ্রিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই যে কাজগুলো বেশি জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে চাহিদা থাকে সে কাজগুলো সম্পর্কে ধারনা নিতে হবে। এবং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে ঠিক কোন কাজটি আপনি ভালো ভাবে করতে পারবেন। এরপর সেই কাজটি অত্যন্ত ধৈর্য সহকারে শিখতে হবে।আমি কয়েকটি কাজ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরলাম

Image source

1.ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন

ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন কাজটি অনেকটা আপনার ক্রিয়েটিভিটি উপর নির্ভর করে ।সারা বিশ্বের গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইনের চাহিদা অনেক বেশি। ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা থাকলে মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশি কাজের অফার পাওয়া যায়।
সাধারণত গ্রাফিক্স ডিজাইনের যে সকল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো হলো:

ইন্টার‌্যাক্টিভ মিডিয়া,
প্রমোশনাল ডিসপ্লে
জার্নাল
মার্কেটিং ব্রোশিউর
সংবাদপত্র
লোগো ডিজাইন
ওয়েবসাইট ডিজাইন

এবং যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করব সেগুলো হলো

অ্যাডোব ফটোশপ,
অ্যাডোব ইলাস্ট্রেটর,
অ্যাডোব ইনডিজাইন,

গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়া যায় এমন কিছু মার্কেটপ্লেস এর লিংক দেওয়া হল

www.99designs.com
www.graphicriver.net
www.codecanyon.net
www.freelancer.com/marketplace
www.odesk.com
www.freelancer.com
www.elance.com
www.guru.com
www.fiverr.com
www.peopleperhour.com

2.ওয়েব ডেভেলপমেন্ট:

Image source

বর্তমানে পৃথিবীতে অক্সাইডের পরিমাণ প্রায় 65 কোটি উপর।এবং প্রতিদিনই হাজার হাজার ওয়েব সাইট তৈরি হচ্ছে। সুতরাং বলা যায় ওয়েবসাইট এর চাহিদা অনেক বেশি। কেননা একটি ওয়েবসাইট একটি কোম্পানি কিংবা একটি প্রতিষ্ঠান কিংবা নিজের ব্যক্তিগত পরিচয় কে বহন করেন ।এছাড়া একটি ওয়েবসাইটের মাধ্যমে কোন প্রতিষ্ঠান কোম্পানি সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায় এবং এই কোম্পানি কিনবা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য হালনাগাদ করা যায়। বর্তমান বিশ্বে ভার্চুয়াল জগতের সব কাজই ওয়েবসাইটে এর মাধ্যমে করে থাকে। আর এই সব ওয়েবসাইট তৈরি করা কিংবা পুরাতন ওয়েবসাইটকে ডেভলপ করা অথবা নতুন একটি ওয়েবসাইটকে ডেভলপ করে সেটা কি যুগ উপযোগী করা ইত্যাদি একজন ওয়েব ডেভলপার এর কাজ। বলতে গেলে প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসে ওয়েব ডেভলপার এর চাহিদা অনেক। এছাড়াও ব্যাংকিং ই কমার্স সিকিরুটি দৈনন্দিন অনেক কাজ আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করে থাকে ওয়েবসাইট কি ডেভলপ করা ইত্যাদি এজন্য ডেভলপার এর কাজ

তো বন্ধুরা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে অবশ্যই HTML, CSS, jQuery, JavaScript, PHP, MySQL, Java, CMS সম্পর্কে ভালো জানতে হবে ।আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে এবং কোডিং গুলো করে অভ্যস্ত হতে হবে।এ সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আপনি একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন সাধারণত মার্কেটপ্লেসগুলোতে একটি ডায়নামিক ওয়েবসাইট এর মূল্য প্রায় 500 -1500 ডলার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা আপনি যদি একজন প্রোগ্রামার হতে চান তাহলে অবশ্যই এই সমস্ত ওয়েব ল্যাঙ্গুয়েজ নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে সাধারণত 1 থেকে 2 বছর সময় লেগে যায় এই সমস্ত লেঙ্গুয়েজ কে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য। শুধুমাত্র fiverr এর মত ওয়েব সাইটে ওয়েব ডেভলপিং এর কাজ প্রায় 10 থেকে 15 হাজারের উপরে কাজ সবসময় থাকে ।এছাড়াও বড় বড় মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনের কাজ সব সময় পাওয়া যায় এবং এই সমস্ত কাজের পারিশ্রমিক বেশি হয়ে থাকে ।

3.অ্যাফিলিয়েট মার্কেটিং :


Image source

অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোন একটি কোম্পানির প্রোডাক্ট বাস সার্ভিস যা আপনি মার্কেটিং করে অন্যের কাছে সেল করবেন এবং এই সেল করার জন্য সেই কোম্পানি যে আপনাকেদিয়েছিল আপনাকে কিছু কমিশন দেবে এটাই মূলতঅ্যাফিলিয়েট মার্কেটিং।অ্যামাজন ক্লিকব্যাংক আলিবাবা ইত্যাদি ওয়েবসাইট থেকেও আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
আপনি একটি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে ও ওয়েবসাইট তৈরি করে সে ওয়েবসাইটটি প্রমোট করতে পারেন। এবং সেই ওয়েব সাইটে রাখতে পারেন বিভিন্ন কনটেন্ট অথবা প্রোডাক্ট এবং সেগুলো সাথে লিংক করে দিতে পারবেন অ্যাফিলিয়েট এর লিংক।
এছাড়াও ফেইসবুক ইউটিউব ইমেইল ইত্যাদি প্লাটফর্মে মার্কেটিং করে আপনি যে কোন নিশ প্রোডাক্ট এর সার্ভিস সেল করতে পারেন এবং এভাবে করেই আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুরুর দিকে অনেক স্ট্রাগল করতে হলেও একটা সময় পরিশ্রম ছাড়াও আপনার ইনকাম হতে পারে ।

Sort:  

This post has received a 16.18 % upvote from @boomerang.

Sneaky-Ninja-Throwing-Coin 125px.jpg
Defended (8.93%)
Summoned by @raju21
Sneaky Ninja supports @youarehope and @tarc with a percentage of all bids.
Everything You Need To Know About Sneaky Ninja


woosh

@raju21 purchased a 5.85% vote from @promobot on this post.

*If you disagree with the reward or content of this post you can purchase a reversal of this vote by using our curation interface http://promovotes.com

Congratulations @asifsikder! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

Click here to view your Board

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64029.44
ETH 3157.04
USDT 1.00
SBD 4.02