আমার তোলা অপরাজিতা ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু অপরাজিতা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
অপরাজিতা ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
অপরাজিতা ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল। অপরাজিতা ফুলকে অনেকে নীলকন্ঠ ফুল থাকে। অপরাজিতা ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। অপরাজিতা ফুলের অনেক জাত রয়েছে। অপরাজিতা হচ্ছে লতা জাতীয় উদ্ভিদ। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে এই ফুল গুলো সৌন্দর্য বেশ ভালো লাগে। অপরাজিতা ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই অসাধারণ। এই ফুলগুলো সাদা এবং নীল রংয়ের হয়ে থাকে। বিশেষ করে নীল রঙের অপরাজিতা ফুল দেখতে খুব ভালো লাগে। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো দেখতে খুবই অসাধারণ। আমাদের দেশে নীল রঙের অপরাজিতা ফুল সর্বত্র দেখতে পাওয়া যায়। অপরাজিতা ফুলের উপকারিতা অনেক। অপরাজিতা ফুলের ভেষজ গুণাবলী রয়েছে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

This photography work of yours is appreciated. Because you always take such amazing photographs. Best wishes for you