চাকরি

in #bangladesh4 years ago


image sourceclick here সব মানুষের সপ্ন থাকে ভালো পড়াশোনা করে ভাল চাকরি করা। আমাদের সমাজে জীবিকা র্নিবাহ করার জন্য আমরা কেউ কেউ ব্যবসা করি ,কেউ করি চাকরি । কিন্তু বর্তমান বাংলাদেশে ব্যবসার থেকে চাকরীর পরিমান বেশী । আমাদের সমাজের প্রতিটি পরিবারে সন্তানদের শেখান হয় যে ভাল পড়াশোনা না করলে ভাল চাকরি পাওয়া যাবে না ,যার কারনে আমাদের সন্তানরা শেখার জন্য না পড়ে শুধু ভাল চাকরীর জন্য পরে ।যা ফলে আমাদের চারপাশে শিক্ষার নামে গড়ে উঠেছে ব্যবসা কেন্দ্র। আমাদের দেশে যে পরিমান শিক্ষিত যুবক আছে তার থেকে চাকরীর পরিমাণ খুবই কম। যার কারণে বাংলাদেশে বর্তমানে দিন দিন আত্মকর্মসংস্থান এর পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু যাদের আত্মকর্মসংস্থান করার সামর্থ্য নাই তারা জড়িয়ে পরছে নানা ধরনের অসামাজিক কাজে যার কারনে ঢাকা শহরে সহ অন্যান্য শহরে দিন দিন বেড়ে চলছে চুরি ,ছিন্তাই সহ নানা ধরনের খারাপ কাজ।

image source:click here আমরা দিন রাত এক করে পড়াশোনা করি খালি একটি ভাল রাজাল্টের সার্টিফিকেট পাওয়া জন্য।আমাদের বাবা মা রা তাদের সব দিয়ে আমাদের পড়াশোনা করায় এই একটু ভাল রেজাল্ট করানোর জন্য। অনেক সময় দেখা যায় একটি পরিবারে এক বাবার আয়ের অর্ধেক ইনকামের বেশী চলে যায় তার সন্তানকে ভাল শিক্ষা দিতে।তাদের সারা মাসের পরিবার অনেক কষ্টে চললেও তারা তাদের সন্তানের জন্য কোন কিছু বাকি রাখে না ।কিন্তু শেষ সময়ে এসে দেখা যায় এত কষ্টের সারটিফিকেটের কোন দাম নেই তাকে চাকরী করতে দিতে হয় মোটা টাকা ঘুষ । বর্তমানে আমাদের দেশে মামা খালু ছাড়া ভাল চাকরী পাওয়া খুবই কষ্টের । আমাদের দেশে এখন তার রেজাল্টের কোন দাম নেই শুধু দাম আছে মোটা টাকার অংকের নোটের ।যার কারনে এক শ্রেণীর লোকের পকেট ব্যাংক ব্যালেন্স দিন দিন বেড়েই চলেছে অন্য দিকে আর এক পরিবারের সব বেচে দিয়ে এক মোটা অংকের টাকা দিতে হচ্ছে এক অসাধু মানুষের হাতে এক অনিশ্চিত চাকরীর জন্য।
image source:click hereএখন আমাদের দেশে খালি চাকরি ক্ষেত্রে না শিক্ষা ক্ষেত্রেও ঘুষের ব্যাবসা চালু হয়েছে ।সন্তানকে ভাল কলেজ ও ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য সব দিয়ে প্রানপন চেষ্টা করে থাকে আর এক দল লোক বসে থাকে তাদের এর সুযোগ কাজে লাগানোর জন্য । তার সেইসব বাবা মায়েদের কাছ থেকে এক বিশাল পরিমান টাকা ঘুষ নেয় সেই ভাল ভাল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে আর বাবামায়েরাও তাদের সন্তানদের কথা চিন্তা করে দিয়ে দেয়।কিন্তু সবসময় এই টাকা দিয়েও কোন কাজ হয় না একদল লোক এই টাকা নিয়ে পালিয়ে যায় আর তার সাথে শেষ হয়ে যায় এক বাবা মায়ের সারাজীবনের সঞ্চিত অর্থ আর আশা । যার ফলে আমাদের দেশে ভাল ছাত্ররা ভাল স্থানে সুযোগ পায় না। image source:click here
এখন আসি চাকরী কি?
চাকরী মানে একজন ব্যাক্তি অন্য এক ব্যাক্তির অধীনে কাজ করে ও একটি নির্দীষ্ট সময় শেষে ওঁই কাজের জন্য সে বেতন পাবে । এককথায় আপনি বলতে পারেন চাকর। চাকর সাধারনত আমরা বলি আমাদের বাসায় কাজের লোকদের কিন্তু আমরা শিক্ষিত ব্যাক্তিবর্গ বলে আমরা চাকরী করি ।আমরা বেতনভুক্ত চাকরীজিবী। কিন্তু ওঁই চাকর আর আমাদের মধ্যে কোন পার্থক্য নেই দুইজনই বেতেনভুক্ত ।চাকরী পাওয়ার আগে আমরা কষ্টকরি এই চাকরী পাওয়ার জন্য আর পাওয়ার পরে বুঝাঁ যায় এর আসল কষ্ট।আপনার মালিকের সামনে আপনি একেবারেই জিরো তারা আপনাকে এমন ভাবে উপস্থাপনা করবে যেন আপনি কিছুই পারেন না ।আপনি নিজেও বুঝতে পারবেন কিন্তু কিছু বলতে পারবেন না কারন বললে আপনার চাকরি থাকবে না। চাকরি করার এক অন্যন্য উপায় হল বসে হ্যা তে হ্যা বলা আর না তে না বলা আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি চাকরি করতে পারবেন আর তা না হলে আপনার চাকরীর মেয়াদ দিন দিন কমতে থাকবে । আপনি সব কিছু জানা সত্ত্বেও কিছুই করতে পারবেন না কারন আপনার উপরের লেভেলের বস আপনার কথা শুনবেন না আপনার বস যা বলবে তাই ঠিক। তাও একজন ছেলে বা মেয়ে সব মেনে নিয়ে কাজ করতে থাকে কারন আমাদের দেশে চাকরীর যে বাজার ,আপনার একবার চাকরি চলে গেলে অন্য চাকরি না পাওয়া পর্যন্ত আপনি বেকার হয়ে বসে থাকবেন কারন আপনার ওঁই সার্টিফিকেট কোন দামই আপনি পাবেন না কারন বাংলাদেশে ওঁই একই সার্টিফিকেট নিয়ে আপনার থেকে কম বেতনে লাখো ছেলে বসে আছে ওঁই চাকরী নেবার জন্য ।
বাংলাদেশে এখন কর্মক্ষম মানুষের পরিমান ৬ কোটি ১৫ লক্ষ।
কর্মে নিয়োজিত পরিমান ৫ কোটি ৯০ লক্ষ।
বেকারের পরিমান ২৬লক্ষ ৩০ হাজার।
বেকারত্মের হার ঃ৪.৫%
২০১৩ সাল থেকে এখন ২০১৯ সালে বেকারত্মের হার বেড়েছে ০.২% ।কিন্তু আমাদের দেশ অন্নুনত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে কিন্তু সেভাবে আমাদের দেশের কর্মসংস্থানের পরিমাণ বাড়ে নাই।যার ফল আমাদের প্রতিনিয়ত বুঝতে হচ্ছে। ।জিনিষ পত্রের দামও দিন দিন বাড়ছে কিন্তু বাড়ছে না আমাদের বেতন ।
চাকরী নামের সোনার হরিণ খালি শুনতেই সোনা কিন্তু বাস্তবজীবনে তা একটি মরিচা পরা লোহার টুকরো ।

Sort:  

You post has been manually curated by BDvoter Team! To know more about us please visit our website or join our Discord.

BDvoter Team

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 62796.11
ETH 3045.55
USDT 1.00
SBD 3.85