বাংলাদেশি ৩ নাবিককে মুক্তি দিলো দক্ষিণ কোরিয়া

in #bangla6 years ago

image-80364.jpg
আটক থাকা তিন বাংলাদেশি নাবিককে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। গত ১৯ মার্চ 'ট্যালেন্ট এস' নামের একটি জাহাজে করে উত্তর কোরিয়া থেকে কয়লা আনার সময় সাত বার্মিজ এবং ছয় চীনা নাগরিকের সঙ্গে তাদেরকে আটক করে দক্ষিণ কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজ থেকে গুনসান বন্দরে মালামাল খালাসের সময় তাদের আটক করা হয়।

সিউলে বাংলাদেশ দূতাবাস তাদের মুক্তির জন্য বিভিন্নরকম যোগাযোগ করে এবং তাদের প্রত্যাবাসনের জন্য কাজ করে।

দুই মাস কারাগারে কাটানোর মঙ্গলবার তাদেরকে বাংলাদেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। বুধবারের মধ্যেই তারা বাংলাদেশের ফিরে আসতে পারে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৯মে/একে/ডিএম)

Sort:  

This post has received a 0.05 % upvote from @drotto thanks to: @kdjakirtgl.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64550.89
ETH 3156.32
USDT 1.00
SBD 4.30