একদিন যদি পৃথিবী না থাকে


big-bang-422305_1920.jpg

Source

আমরা পৃথিবী নামক একটি গ্রহে বসবাস করি। যেটা সূর্যকে প্রতিক্ষণ করে মহাবিশ্বে এক অন্ধকারের দিকে প্রতিনিয়তই ছুটে চলেছে এবং এই বিষয়টিকে আমরা কোনভাবে এই বিষয়টা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমরা যাদেরকে চিনি যার আছে যাদের সাথে আমাদের সম্পর্ক এছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখানেই বসবাস করে। প্রত্যেকটা মানুষের নিজের স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতা অর্জনের জন্য অনুযায়ী আমরা সকলেই চলাচল করি। পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বাক বিকান্ডা লেগেই রয়েছে। কিন্তু একবার কল্পনা করে দেখুন আমাদের এই সুন্দর পৃথিবী যদি না থাকে তাহলে কি হবে?

আমরা আজ আশেপাশে যা কিছু দেখছি সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমন একদিন আসবে যেদিন পৃথিবী নামক এই গ্রহটি এই মহাবিশ্ব থেকে একদম নিঃশেষ হয়ে যাবে। তখন আমাদের অস্তিত্ব কোথায় থাকবে? সেটা কেউ বলতে পারেনা। আমাদের পৃথিবীর দিকে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মহাকাশে বস্তু চলে আসে কিন্তু ভাগ্যক্রমে আমরা প্রতিবারই বেঁচে যাই। কিন্তু কোন এক সময় যদি আমরা এই বিষয়টি থেকে বেরোতে না পারি তাহলে কিন্তু পৃথিবী এক নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে।

তাই আমি ব্যক্তিগতভাবেই মনে করি যদি আপনার সাথে কেউ কোন খারাপ কিছু করেছে। তাহলে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা হচ্ছে মহৎ গুণ এই বিষয়গুলো শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা একে অপরকে ক্ষমা করেছেন এবং মানুষের সাথে রাগ রাগারাগি কিংবা ঝগড়া বিদ্বেষ এসবের মধ্যে আসলে কিছুই নেই, মনের শান্তি নেই। এছাড়াও অশান্তি ছাড়া এই বিষয়গুলো আর কিছুই দিতে পারে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 112738.44
ETH 4002.49
USDT 1.00
SBD 0.61