অভদ্রদের তাদের ভাষাতেই শেখাতে হয়?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেকে একটা কথা বলে যে ,অন্যরা অর্থাৎ খারাপ যারা তারা খারাপ কাজ করুক। আমরা খারাপ কাজ করবো না। এখানে আমি আজকে যেটা বলবো। সেটা আবার এই ব্যাপারটির সাথে মেলাবেন না। কারণ অবশ্যই আসলে আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য গুলো কখনোই অন্যের জন্য বদলাতে পারবো না। অর্থাৎ ধরুন কেউ একজন খারাপ মানুষ। এখন যে খারাপ তার জন্য কিন্তু আমি খারাপ হয়ে যেতে পারবো না কিংবা আমার আচার আচরণ আমি তার জন্য খারাপ করতে পারবো না। এতে সে যেমন খারাপ একই ভাবে আমিও খারাপ হয়ে যাবো। তাই ওই পন্থা কখনো অবলম্বন করা যাবে না। তবে আমার আজকের ব্যাপারটি হয়তো অনেকটা তেমন শোনাতে পারে। কিন্তু ওই ব্যাপারটির সাথে আমার এই ব্যাপারে যথেষ্ট তফাৎ রয়েছে এবং আমার এই লেখাটি পড়লেই সেটা আশা করছি বুঝতে পারবেন।

একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ,আমাদের চারপাশে অনেক অনেক এমন অভদ্র মানুষ রয়েছে। যাদের সাথে ভদ্রতা করলে তারা আরও বেশি বাড়াবাড়ি শুরু করে এবং তারা আসলে আরো বেশি অসভ্যতা শুরু করে এবং তাদের এই অসভ্যতা থেকে আসলে বাঁচার জন্যেই আমাদের কে নিজের বৈশিষ্ট্য থেকে শুধুমাত্র অল্প কিছুটা সময় একটু বদলে তাদের মতন আচরণ তাদেরকেই ফিরিয়ে দেওয়া উচিত যাতে। করে তারা এটা বুঝতে পারে যে ,তারা আসলে কতো নিচু মন মানসিকতার কাজ করছে। অর্থাৎ আসলে কিছু কিছু মানুষকে তাদের পর্যায়ে গিয়ে যতক্ষণ আপনি বোঝাবেন না। ততক্ষণ কিন্তু সে তার সমস্যা কিংবা ভুল কোনোটাই বুঝতে পারবে না। আর এটাই হলো মানুষের সহজাত প্রবৃত্তি।

আর এটার সাথে কিন্তু একেবারে নিজের বৈশিষ্ট্য বদলে ফেলার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর তাই আমার মনে হয় অসভ্যদের সব সময় একটু শিক্ষা দেওয়া উচিত। কারণ তারা আসলে মূলত সমস্যাটা তৈরি করে যখন দেখে যারা সভ্য মানুষ রয়েছে তারা তাদের কিছু করছে না। অর্থাৎ তারা আসলে সভ্যতাই বজায় রেখে চলেছে এবং এতে তারা আরও বেশি অসভ্যতা করতে পারে। কিন্তু ওই সভ্য মানুষেরা যে আসলে সে খারাপ কাজটি করার ক্ষমতা রাখার পরেও শুধুমাত্র ভালো মানুষ বলে করে না ,সেটা তারা বুঝতে পারে না। আর তাই তাদের এই বিষয়টি একটু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে ,তবে তারা খুব ভালোভাবে বুঝতে পারে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 100965.83
ETH 3295.86
USDT 1.00
SBD 0.53