সময়ের মূল্য কেবল হারানোর পরেই বোঝা যায়
আপনার একটি বিষয় কল্পনা করুন তো, আমাদের জীবনে যা কিছু আছে সে সব কিছুর গুরুত্ব কতটুকু এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জীবনের লক্ষ্যে রয়েছে এবং আপনার কাছে সেগুলো এখনো আসেনি। আপনি সেই সব বিষয়গুলো পাওয়ার জন্য প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তাহলে। কোন বিষয়ে আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে? যে বিষয়গুলো আপনার কাছে আছে নাকি যে বিষয়গুলোর জন্য আপনি প্রতিদিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন?
একটি গবেষণায় দেখা গেছে আমাদের কাছে যেসব বিষয়বস্তু রয়েছে, যে সব জিনিস রয়েছে সেগুলোর জন্যও আমরা কোন এক সময় অনেক অক্লান্ত পরিশ্রম করেছিলাম। কিন্তু সেটা অর্জন হয়ে যাওয়ার পরে সেই বিষয়ের গুরুত্বটা অনেক কমে গেছে। কারণ সেই বিষয়টা আপনি নিজের করে নিতে পেরেছেন এবং নতুন একটি চাহিদা আপনার জীবনের দৃশ্য যুক্ত হয়ে গেছে। সেই চাহিদা পূরণ করার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এটাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম সত্য কথা।
যে জিনিসটা আমাদের কাছে আছে তার গুরুত্বটা আমরা কমিয়ে দিই কিন্তু সেই জিনিসটাও কিন্তু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। কিন্তু পরক্ষণে যদি সেই জিনিসটা আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া যায় তাহলে আমরা বুঝতে পারি সেই জিনিসটার গুরুত্ব কতটুকু ছিল আমাদের জীবনে। তাই আমাদের যা কিছু রয়েছে তা নিয়েই সুখে থাকতে হবে। ভালোভাবে বেঁচে থাকতে হবে মাত্রা অতিরিক্ত চাহিদা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

