সবশেষে আমি তো একা


ai-generated-8678425_1920.jpg

Source

আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমরা নগ্ন ছিলাম, আমরা একা ছিলাম এবং আমাদের শরীরে তেমন কোন শক্তি ছিল না। ঠিক তেমনিভাবে আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও কিন্তু নগ্ন হয়েই এই পৃথিবী ছেড়ে চলে যাব এবং আমাদের সাথে কেউ থাকবে না। পরক্ষণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি যে, আসলে এই পৃথিবীতে পৃথিবী থেকে যাওয়ার কোন সিরিয়াল নেই এবং এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব স্বার্থ ছাড়া এই পৃথিবী কখনোই আমাদেরকে মেনে নেবে না। যদি আপনার কাছে মাত্রা অতিরিক্ত টাকা-পয়সা থাকে কিংবা মানুষেরা আপনার স্বার্থের জন্য আপনার সাথে ঘোরাঘুরি করে তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি আপনি অনেক একাকীত্ব একটি মানুষ।

আমরা মাঝেমধ্যেই ভুলে যাই আমাদের এই জীবনে সবকিছুই পরিবর্তনশীল। সেটা হোক মানুষ সমাজ কিংবা আর যাই হোক না, কেন প্রত্যেকটি বিষয় পরিবর্তন হয়ে যায় এবং সেসব বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি না। তবে এই বিশ্বাস যদি আমরা আমাদের নিজের মনের মধ্যে ভালোভাবে গেঁথে রাখি যে, আমার নিজের উপর বিশ্বাস রয়েছে নিজের উপরেই সবকিছু করতে পারি। সে ক্ষেত্রে হয়তো এই সমস্যাগুলো তেমন একটা ফেস করতে হবে না।

আমরা একাই এই পৃথিবীতে এসেছি এবং একাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। মাঝখানে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে আমরা একটু সমাজে বসবাস করবো। তবে নিজের উপর বিশ্বাসটা যেন অটুট থাকে। নিজের উপর বিশ্বাসটা যেন কখনোই ভেঙে না যায়। আর যাই হোক না কেন নিজের উপর বিশ্বাস রাখলে অন্যরা আপনার সাথে কি করলো না করল সেই বিষয়ে খুব একটা বেশি আপনার মাথা ঘামাতে হবে না। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 108378.18
ETH 3817.92
USDT 1.00
SBD 0.59