আমার জীবনে পরিবর্তন দরকার🥺🥀

pxclimateaction-4684217_1920.jpg

Source

জীবনের এক পর্যায়ে এসে এখন মনে হচ্ছে আমার জীবনের কিছুটা জিনিস পরিবর্তন হওয়া দরকার। আমি এটা ভালোভাবেই বুঝতে পারছি। হয়তো এই জীবনের গতিতে যদি আমি জীবনটাকে অতিবাহিত করতে চাই তাহলে হয়তো ভালো পথ অতিক্রম করতে পারব না। কিংবা ভালো জায়গায় আমি যেতে পারব না। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রত্যেকের মানুষের জীবনে কিছু ভালো দিক এবং কিছু খারাপ অভ্যাস রয়েছে। প্রত্যেকটি মানুষের জীবনে ভালো খারাপ মিলিয়েই একটি জীবনের রূপান্তরিত হয়। সবমিলিয়ে আমার জীবনে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো আসলে পরিবর্তন করা দরকার তা না হলে হয়তো জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারবো না।

এই যেমন ধরেন বর্তমানে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। হয়তো বেশিরভাগ সময় কাজের জন্য জাগা হয় কিন্তু বেশিরভাগ সময় আবার বিভিন্ন ধরনের মুভি কিংবা ওয়েব সিরিজ দেখি। এসব করতে করতেই রাত দুটো তিনটা বেজে যায়। এমত অবস্থায় প্রতিনিয়ত ঘুমাতে গেলে শারীরিকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই বিষয়গুলো থেকে কোনভাবেই এড়িয়ে যেতে পারছি না। এই বিষয়গুলো থেকে বের হয়ে দরকার এবং আমার নিজের জীবনের কিছু পরিবর্তন দরকার। আমার ব্যক্তিগতভাবে তেমন কোন বন্ধু নেই বা কোথাও বাহিরে গিয়ে আড্ডাও দেই না। আমি বিভিন্ন সময়ে একা থাকতে পছন্দ করি এবং একাকিত্বের মাঝে নিজের সুখী জীবন খুজে নিয়েছি।

জীবনে ভালো কিছু করতে গেলে নিজের যেসব ভুল অভ্যাস রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না। নিজের ভুলগুলোকে ধরতে পারিনা। যার জন্য আমরা এটাও বুঝে উঠতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন অভ্যাসগুলো আমাদের খারাপ রয়েছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের পরিবর্তন করতে হবে, এটা খুজে বার করতে হবে। আপনার কি মনে করেন? এই বিষয়ে তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 3 days ago 

এটা সত্যি বলেছেন জীবনের পরিবর্তন ছাড়া জীবনে উন্নতি সাধন করা সম্ভব নয়। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য জীবনের গতির পরিবর্তন আনতে হয়। সঠিক সময়ে পরিমিত পর্যায়ে ঘুম পারা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83166.50
ETH 1804.85
USDT 1.00
SBD 0.67