বইহীন শিক্ষা, আত্মাহীন জাতি
বর্তমানে আমরা এমন একটি যুগে বসবাস করছি, যে যুগে আমরা পাঠ্যপুস্তকে বেশি একটা পড়াশোনা করি না। বিশেষ করে ভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করছেন তারা বেশিরভাগই ই বুক কিংবা পিডিএফ এর মাধ্যমে পড়াশোনা করেন। এতে করে আসলে শিক্ষা কতটুকু অর্জন করা সম্ভব এটাই আমার বোধগম্য হয় না। প্রত্যেকেরই দেখি তারা নিজস্ব মোবাইল ফোনে পড়াশোনা করছে এতে করে আসলে প্রকৃত শিক্ষা আমরা পাই না বলে আমি মনে করি।
এছাড়া একটি কথিত কথা রয়েছে, শিক্ষাই জাতির মেরুদন্ড। আমাদের শিক্ষা যদি সুশিক্ষিত করে না তুলতে পারে সেই শিক্ষার কোন ভ্যালু নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শিক্ষা অনেক প্রকারই হয়ে থাকে। কোন কোন সময় এই শিক্ষা আমাদেরকে অহংকারী করে তোলে। সেসব শিক্ষা থেকে আমরা দূরে থাকবো এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজ পরিচালনা করব, তাহলেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব এবং দুর্নীতি দমন করা সম্ভব।
বর্তমানে দেশের বড় বড় জায়গা কিন্তু শিক্ষিত ব্যক্তি রাই রয়েছে। আবার এই শিক্ষিত ব্যক্তিদের কারণেই দুর্নীতি চরম শিখরে উঠে পৌঁছেছে। এতে করে আমাদের সমাজ যেরকম ধ্বংস হচ্ছে আমাদের জাতীয় ধ্বংসের পথে প্রায়। তাই সুশিক্ষায় সজ্জিত করে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। আপনার কি মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ।