কিছু দৃষ্টান্তমূলক শাস্তির বড্ড প্রয়োজন !
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই ব্যাপারটি এমন একটি ব্যাপার। যেটা নিয়ে আমার প্রতিদিন লিখতে ইচ্ছা করে। আমার রোজ লিখতে ইচ্ছা করে। আমার প্রতিবাদী কন্ঠও আমাকে প্রতিনিয়ত বলে যে,এ বিষয়ে লেখালেখি করার জন্য। কিন্তু কোথাও না কোথাও গিয়ে যেনো আমার গলা চেপে ধরে এই, সমাজ এই সমাজের নিয়ম, এই সমাজের ফলাফল গুলো। কারণ এই সমাজ আসলে কখনোই আমাদের প্রতিবাদকে গুরুত্ব দেয়নি। আমাদের প্রতিবাদকে সফল করেনি বরঞ্চ কেউ যদি প্রতিবাদ করে, তার গলা কি করে টিপে দিতে হয় সেটা এই সমাজ খুব ভালো করেই জানে এবং সেটা যদি হয় কোনো নারীর প্রতিবাদ। তাহলে তো তার গলা টিপতে যেনো আলাদা ই আনন্দ পায় আমাদের এই সমাজ।
তাও আমি প্রতিবাদ করি, তীব্র প্রতিবাদ করি আমাদের এই সমাজের অব্যবস্থাপনা নিয়ে। যার মধ্যে বড় একটা ব্যাপার হলো ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া। যেমন সৌদিতে হয়তো একটু নিয়ম রয়েছে যে, কেউ যদি ধর্ষণের আসামি হয়। তাহলে তবে সকলের সামনে তাকে শাস্তি দেওয়া হয় এবং তার লাশ অনেকক্ষণ ঝুলিয়ে রাখা হয়। আমি মনে করি এটা একেবারে উচিত একটি শাস্তি একটি ধর্ষকের জন্য। কারণ ধর্ষণ এমন নোংরা একটি ক্রাইম। যেটাতে আসলে ক্ষমা করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না।
কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে এটা রোজ হয় একেবারে যেনো ডাল ভাতের মতোন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই অপরাধের যারা শাস্তি পাওয়ার যোগ্য। সেই অপরাধীরা সুন্দরভাবে বেঁচে থাকে, হেসে খেলে ঘুরে বেড়ায় ওই ভিকটিম এর পরিবারের সামনে এবং আমাদের দেশের আইন ব্যবস্থা তাদেরকে সসম্মানে ছেড়ে দেয়। আমি জানিনা কখনো এর সঠিক বিচার গুলো হবে কিনা। কারণ আমি সত্যি বলতে আমাদের এই সমাজে এই সঠিক বিচার গুলো হতে দেখিনি। তাই ঘরের নারী ছোট বাচ্চা দের নিয়ে আসলে সত্যিই একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে আমরা বাস করি। আমি মনে করি একটা দিন অন্তত এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে সমাজের সকলেই দেখে যে এই অপরাধের কোনো ছাড় নেই।