রমজানের দিন গুলো

ramadan-background-7115416_1920 (1).jpg

Source

এইতো রমজান মাস শুরু হয়ে গেছে। এখন এই রমজান মাসে ঘিরে আমাদের অতীতের নানান ধরনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বর্তমানে বাসায় মূলত তেমন কেউ নেই। আমি আছি আম্মু আছে এবং আমার বউ রয়েছে। সব মিলিয়ে এই সময়টাও বেশ উপভোগ করছি এদিকে আমার বাবা এবং ছোট ভাই ঢাকায় অবস্থান করছে। কারণ আমার ছোট ভাইয়ের শরীর বেশি একটা ভালো নাই তাই আব্বুকেই ঢাকায় পাঠিয়েছি।

প্রথম রমজানের দিনটি মোটামুটি বেশ ভালোই কেটেছে। বাসার ব্যাপক কাজকর্ম করা হয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে বাসায় বেশ ধকল গিয়েছে। বাসার পরিবেশ পরিস্থিতিও খুব একটা বেশি ভালো ছিল না। তাই আমরা রোজা রেখেই বাসার টুকটাক কাজগুলো করা হয়েছে এবং আর রাতের জন্য রান্না করা হয়েছে এবং ইফতার আয়োজন করা হয়। আম্মুর হাতের ইফতার আমি অনেক পছন্দ করি তাই বেশি করে পিয়াজু তৈরি করেছিল।

এদিকে আমার বাবা এবং ছোট ভাইকে বেশ মিস করছিলাম কারণ প্রথম রোজা তাদেরকে ছাড়া কাটাতে হচ্ছে এটা সত্যি একটি কষ্টের বিষয়। আশা করা যায় রোজার শেষের দিনগুলোতে পরিবারের সকল সদস্য মিলে একসাথে ইফতার করব। একসাথে সেহেরী করব। সেটার মধ্যে আলাদা একটি আনন্দ রয়েছে। আশা করা যায় খুব দ্রুতই সে সময়টা আসবে। আপনারা কেমন ভাবে আপনাদের এই রোজার দিনগুলো কাটাচ্ছেন তা অবশ্যই মন্তব্যে ছোট করে জানাতে পারেন, আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

Quite interesting and more grease to your elbow..

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 103860.77
ETH 3434.06
USDT 1.00
SBD 0.51