ভোরবেলার প্রথম আলোয় জীবনের নতুন উপলব্ধি


wilamowice-5249675_1920.jpg

Source

ব্যক্তিগতভাবে আমি অনেক আরাম প্রিয় একজন মানুষ। সত্যি কথা বলতে বেশি একটা পরিশ্রম করতে খুব বেশি একটা ইচ্ছা করে না। তবে জীবনের তাগিতে বর্তমানে আর সেই আলসে ভাবটা ছাড়া অনেক চেষ্টা করছি এবং নতুন ভাবে জীবনকে করার চেষ্টা করছি। তাই তো প্রতিদিন সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা গড়ে তুলছি এবং নিজের সাথেই নিজের যুদ্ধ ঘোষণা করেছি। নিজের আলসেমি ভাবটাকে কাটিয়ে তুলবো এবং আমার জীবনকে একটি সুন্দর জীবনের রূপান্তরিত করব।

গ্রামে এসেছি খুব বেশিদিন একটা হবে না। কিন্তু তারপরও এখানে আসার পর থেকেই ভোরবেলা ওঠার অভ্যাসটা গড়ে তুলছি এবং সেই সাথে নতুন নতুন ভাবে আমাদের এই প্রকৃতিকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। ঠিক তেমনিভাবে গত দিন যখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আলাদা একটা সৌন্দর্য উপভোগ করেছি, যেটা আসলে বলা বাহুল্য। যদিও আমাদের অঞ্চলে কয়েকদিন ধরেই বেশ গরম পড়ছে কিন্তু সকালবেলা একটা আলাদা শীতল অনুভূতি থাকে যেটা আসলে বলে প্রকাশ করাটা খুবই দুষ্কর একটি বিষয় হয়ে ওঠে।

ভোরের আলো যখন আমাদের শরীরে প্রথমবার স্পর্শ করে তখন তার সাথে সাথে একটা আলাদা অনুভূতি প্রকাশ করা হয় এবং সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় বিশেষ বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যগুলোও গ্রাম থেকে বেশি উপভোগ করা যায়। এজন্যই মূলত ভোরের সূর্যোদয়ের নতুন একটি উপলব্ধি সৃষ্টি হয়। যেটা আমাদের সারাদিনকে সতেজ রাখতে অনেক প্রাণবন্ত ভাবে সাহায্য করে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ সকলকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 105731.14
ETH 3575.05
USDT 1.00
SBD 0.55