হাজার ঝগড়ার পরে'ও আমার ভালো থাকার জন্যে তোমাকেই লাগবে!
নতুন বিয়ে করেছি, এইতো কিছুদিন হল তিন মাস অতিক্রম হয়ে গেছে। এর মধ্যেই ভালোবাসার একটি বন্ধন গড়ে উঠেছে। যে বন্ধন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি পবিত্র বন্ধন। যে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমাদের ইসলাম ধর্ম বারবার বলা হয়েছে এবং এই বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় নতুন একটি ভালোবাসা নতুন একটি জীবন। যে মানুষটা কে আমি তিন মাস আগেও ভালোভাবে চিনতাম না, সেই মানুষের সাথেই এখন আমি সংসার করছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবেই মনে হয় সেই মানুষটা আমার জীবনের সবকিছুই।
ভালোবাসা এমন একটি বন্ধন যে বন্ধনে আমরা সকলেই আবদ্ধ হতে চাই, এই বন্ধন এমন একটি বন্ধন যেখানে একে অপরের প্রতি অপ্রার বিশ্বাস থাকবে। একে অপরের প্রতি অভার ভালোবাসা থাকবে, তখনই একটি সম্পর্ক মধুর সম্পর্ক সম্পর্কে পরিণত হবে। এই বিষয়গুলো আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারি তত তাড়াতাড়ি সংসারের মধ্যে শান্তির বন্যা বয়ে যায়। বিয়ের পর যে ঝগড়া হয়নি তা কিন্তু নয়। বিয়ের পরও টুকটাক ঝগড়া হয়েছে। তবে সেসব ঝগড়ার মধ্যেও একটি আলাদা ভালোবাসা দেখতে পেয়েছি। একটি আলাদা অভিমান দেখতে পেয়েছি যেটা প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে দেখা যায়।
তবে এতোটুকু বিশ্বাস রয়েছে যতই ঝগড়াঝাঁটি হোক না কেন যতই অভিমান কিংবা রাগ থাকুক না কেন জীবন অতিবাহিত করার জন্য সেই মানুষটাই আমার জন্য পারফেক্ট। তাইতো আজ পোষ্টের টাইটেল দিয়েছি, হাজার ঝগড়ার পরে'ও আমার ভালো থাকার জন্যে তোমাকেই লাগবে। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

