যোগ্যরা জায়গা হারাচ্ছে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের আশেপাশের পরিবেশ, পরিস্থিতি দেখে এটা অনেকের কাছেই বর্তমানে পরিষ্কার যে যোগ্যরা আসলে তাদের যে জায়গাটি পাওয়া উচিত কিংবা যেই জায়গাটি পাওয়ার কথা সেটা পাচ্ছেনা। অর্থাৎ এক কথায় বলতে গেলে যোগ্যরা যোগ্যতম জায়গা পাচ্ছে না কিংবা তাদের যোগ্যতা অনুযায়ী জায়গা তারা পাচ্ছে না। আসলে আমাদের সমাজের বর্তমান পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছে যে, আপনি যতো ভাইরাল হতে পারবেন। সেটা হোক পজিটিভ, সেটা হোক নেগেটিভ। ততোই আপনি উপরে উঠতে পারবেন, উন্নতি শিখরে যেতে পারবেন। কিন্তু আপনি যদি খুব ভালো পড়াশোনা করে কোনো ভালো একাডেমির দিক দিয়ে অনেক ভালো উদ্ভাবন আনার চেষ্টা করেন কিংবা যে কোনো ভালো কাজ করেন। তখন আসলে মানুষ তেমন আপনার নাম বলবে না কিংবা শুনতেও চাইবে না।

আর এই কারণেই আসলে আমাদের চারপাশে যতো যোগ্য ব্যক্তিরা রয়েছে। তারা আসলে ধীরে ধীরে নিজের কাছে নিজেরা হেরে যাচ্ছে। কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখবেন আপনি যখন কোনো ভালো কাজ করবেন। তখন যদি আপনাকে কেউ উৎসাহ না দেয়। বরং আপনার চেয়ে কেউ খারাপ কাজ করে যদি সে অনেক বেশি সুনাম পায়। তখন কিন্তু আপনার কিছুটা হলেও ব্যাপারটি মস্তিষ্কে আঘাত করবে। আর এই আঘাত থেকেই যোগ্যরা তাদের জায়গা থেকে সরে যায়। আর এটা আমাদের সমাজের জন্য যে কি পরিমাণ ভয়ঙ্কর। সেটা আমরা বুঝতে পারছি না। কারণ একটা সময় যখন এই নোংরামি গুলো কিংবা এই নোংরামির জগৎটা অনেক বেশি হাইলাইট হবে। এবং যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী আর কাজ করতে চাইবে না। তখনই কিন্তু দেশের ধ্বংস অনির্বাহ্য।

কারণ বর্তমানে ভালো পড়াশোনা করে ভালো কোনো কিছু করার চেয়ে কোনো কিছু আবিষ্কার করার চেয়ে tiktok এ নাচানাচি করা অনেক বেশি সোজা। আমি হয়তো কথাটি একটু খুব খোলাখুলি ভাবে বলে ফেললাম। কিন্তু আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, এটা এমন হচ্ছে কিনা। কারণ যোগ্যদের যেই যোগ্যতাতে থাকার কথা, যে ইনকাম তাদের থাকার কথা। সেটা কিন্তু তারা এখন আর পায় না। বরঞ্চ যারা এই ধরনের নাচানাচি করে তারাই কিন্তু পায়। আমি কিন্তু এখানে নাচানাচিকে ছোট করছি না। কিন্তু টিকটক এর বিষয়টি আমাদের কারোরই অজানা নয়।

ABB.gif

Sort:  

People are encouraging triviality so we are not progressing

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110983.97
ETH 4276.89
SBD 0.83