বন্ধুত্ব—একটা সম্পর্ক, যার কোনো শর্ত নেই


picnic-7055653_1920.jpg

Source

মা বাবা কিংবা ভাই বোনের সাথে আমাদের রক্তের সম্পর্ক সেই সম্পর্ক বিট করার মত আসলে তেমন কোন সম্পর্ক নেই এই পৃথিবীতে। তবে সেই সম্পর্কের কাছাকাছি যাওয়ার মত একটি সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। যদি কোন বন্ধু আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে তাহলে সেই বন্ধু তারা আপনার কখনোই কোন ক্ষতি হবে না, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। তবে বর্তমান সমাজে যেসব বন্ধু নামের দুধের মাছি রয়েছে সে সবের কথা কিন্তু আমি বলছি না।

এমন বন্ধু যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি সত্যিই অনেক ভাগ্যবান একটি ব্যক্তি। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে, যার কাছে প্রকৃত অর্থে সত্যি ভালো বন্ধু নেই। সেই বন্ধুটা আপনার জন্য সব সময় উজাড় করে দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করে আপনার সব বিপদে আপনার পাশে থাকে, এরকম বন্ধু যদি থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি।

বন্ধু তো আমাদের সকলের জীবনেই থাকে হয়তো মাঝেমধ্যে আমরা একটু খারাপ পথে চলে যাই তবে যদি প্রকৃত বন্ধু আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই সেই খারাপ পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে আনবে। সেই বন্ধুটি এই বন্ধুত্ব সম্পর্ক এত গভীর হয় যে সে বন্ধুর চোখ দেখে বলে দিতে পারে অপর বন্ধুর কি সমস্যায় আছে, কিংবা কি সমস্যা চলছে। কিন্তু বর্তমানে এমন বন্ধু দেখতে পাওয়া খুব বেশি একটা যায় না। তবে যখন সাংসারিক জীবনে আমরা সকলে পদার্পণ করি তখন আমাদের এই জীবনের থেকে বন্ধু নামের সেই চির বিশ্বস্ত মানুষটা কোথাও যেন দূরে সরে যায় তবে, এটাও ঠিক তাদের বন্ধুত্ব কখনো শেষ হয় না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 114993.80
ETH 4514.37
SBD 0.89