কেনো ক্ষমা করি?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সাথে প্রতিনিয়ত অনেক কিছু হয়,আমরা অনেক কিছুর সম্মুখীন হই প্রতিনিয়ত। কিন্তু সবসময় আসলে সব কিছু নিয়ে হয়তো সেভাবে কথা বলা হয় না।বা অনেক সময় এমন হয় যে আমাদের সাথে কোনো কিছু ঘটছে কিন্তু আমরা সেভাবে ব্যাপারটিকে এক্সপ্রেস করতে চাইছিনা।শুধুমাত্র আমাদের এক অদ্ভুৎ লাগার জন্যে।কিংবা শুধুমাত্র একটা খারাপ লাগা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখার জন্যে।অর্থাৎ সবকিছু হয়তো না এক্সপোজ করা যায় বা হয়তো সবকিছুই জবাব আমাদের কাছে আছে।কিন্তু আসলে সবসময় সব জবাব থাকলেও আমরা জবাব দিতে পারি না,বলা ভালো যে আমরা জবাব দিতে চাই না অনেক সময়।কেও যদি এখন প্রশ্ন করে কেনো?তাহলে আসলে তার কোনো উত্তর নেই আমাদের কাছে মোটেও।তাইনা বলুন তো?
আপনারা হয়তো ভাবছেন যে আমি কি নিয়ে কথা বলছি।তাই তো?আসলে আমি কথা বলছি ,এই যে অনেক সময় আমরা অনেক মানুষ কে বারবার ক্ষমা করে দেই।বারবার তাদের সুযোগ দেই।হয়তো কোথাও না কোথাও গিয়ে,কোনো টার্নিং পয়েন্ট এ গিয়ে আমরা এটা বুঝি যে সেই মানুষটিকে ক্ষমা করা মোটেও উচিত হচ্ছেনা।হয়তো যে সুযোগ আমরা ওই মানুষটিকে দিচ্ছি।সে সুযোগ ওই মানুষটি মোটেও ডিজার্ভ করে না।অর্থাৎ ভবিতব্য আমাদের নখদর্পনেই থাকে।কিন্তু আমরা তাও ওই মানুষগুলোকে বারবার সুযোগ দিতে থাকি।বারবার তারা আমাদের পুরোনো আঘাত ফিরিয়ে ফিরিয়ে দেয়।তবুও আমরা সুযোগ দেই।কেনো?কেনো এই ক্ষমা।প্রশ্নটি এটাই তো?
আসলে এই উত্তর হুট করে করলে দেখা যাবে আমরা হয়তো বা উত্তর দিচ্ছি না।কিন্তু কেনো দিতে চাই না বলেন তো?আসলে,আমরা ওই মানুষ গুলোকে তীব্রভাবে ভালোবাসি।যার কারণে আমরা তাদের ছেড়ে দিতে পারি না বা ছেড়ে চলে দিতে চাই না।নিজেদের কষ্ট দিয়ে হলেও আমরা তাদের রেখে দিতে চাই।তাদের ভালোবেসে বেঁধে রাখতে চাই।কিন্তু তিক্ত সত্য হলো সেটা আসলে সম্ভব হয় না কখনো।কারণ যাদের আমরা বারবার ক্ষমা করি।তারা একবার বুঝে যায় যে,তারা আমাদের ব্যবহার করতে পারছে আর করবেও।তাও আমরা ওই ভালোবাসায় বাঁধা পরে সুযোগ দেই তাদের।আর আমরা জানি যে আমরা ভুল করছি।আর তাই ই কোনো সুযোগ তাদের দিতে চাই না।কারণ এ ক্ষমার কোনো উত্তর নেই আসলে।
you write really good