স্বপ্ন কি ভবিষ্যতের বার্তা?


moon-4450739_1920.jpg

Source

স্বপ্ন কি? এই স্বপ্ন আমরা কেন দেখি? এই বিষয়ে কিন্তু গবেষণা চলেছে বছরের পর বছর। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোন স্টেটমেন্ট বিজ্ঞানীরা দিতে পারেনি। যার কারণে এই বিষয়টা এখনো অমীমাংসিত হয়ে গেছে। কিন্তু তারপরও অনেক বিজ্ঞানীরা অনেক ভাবেই এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন ধার্মিক গ্রন্থেও এই স্বপ্ন নিয়ে অনেক বড় ধরনের ব্যাখা রয়েছে।

আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে প্রত্যেকটি স্বপ্নের কোনো না কোনো অর্থ রয়েছে। কোন স্বপ্নগুলো আমাদের জন্য মঙ্গলকর কোন স্বপ্নগুলো আমাদের জন্য আসন্ন ক্ষতির একটি ছোট্ট বাত্রা। এই বিষয়গুলো বিভিন্ন হাদিস এবং বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের কাছ থেকে আমরা জানতে পারি। কিন্তু বিজ্ঞান কি বলে এই স্বপ্ন আমরা কেন দেখি এটা কি কোন প্যারালাল ইউনিভার্স এর কোনো অংশ নাকি এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে শুধুমাত্র একটি আলাদা ধরনের ভ্রম তৈরি করে।

তবে যাই হোক না কেন স্বপ্নের সম্পর্কে একটি মজার ফ্যাক্ট হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেন আমরা যতই স্বপ্ন দেখি না কেন প্রত্যেকটা স্বপ্ন আমাদের মনে থাকে না। আমরা প্রায় দিনে গড়ে ১০০ থেকে ২০০ টার উপরে স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা দেখি অনেকটা সাদাকালো টিভির মতো। সেই স্বপ্নে আমরা কোন রং অনুভব করতে পারি না। বিজ্ঞানীরা এতটুকুই আমাদেরকে জানাতে পেরেছেন। তবে আপনি কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115235.65
ETH 4175.52
USDT 1.00
SBD 0.60