মানুষ যেথায় সুখ খুঁজে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
নিজের সুখ নিয়ে যদি কোনো কথা বলেন কিংবা আমার নিজের সুখ কোথায়, সেটার প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়। তাহলে আমি এটাই বলবো যে ,আমার সুখ হলো আমার নিজের ঘরে। অর্থাৎ আমি জানিনা যে মানুষ এর অন্য কারো ঘরে গিয়ে কি করে আজীবন থাকতে ইচ্ছে করে। অর্থাৎ নিজের ঘর থাকা সত্ত্বেও। আমি কিছু কিছু মানুষ দেখেছি। যারা সব সময় অন্যের ঘরে থাকতে কিংবা অন্যের ঘরে যেতে অনেক পছন্দ করে ।
অন্যের ঘরে আমাদের যেতেই হয় অর্থাৎ বিভিন্ন কাজ থাকে কিংবা যে কোনো বিষয়। কিন্তু আসলে আমি যেটা বলতে চাইছি। সেটা হলো ,অন্যের ঘরে আমি কখনোই সেই কমফোর্টনেস পাই না। যেটা আমি নিজের ঘরে পাই। অর্থাৎ বলা চলে যে ,আমি আমার নিজের ঘরেই আসলে সবচেয়ে বেশি সুখ পাই। আমি যখন কোথাও বাইরে যাই। অর্থাৎ কাজের ক্ষেত্রে আসলে আমাদের সব সময় বাইরে যেতেই হয়। তো আসলে বাইরে যাওয়ার পরে আমি এটাই রিয়েলাইজ করি যে ,কখন আমি ঘরে যাবো এবং কখন একটু শান্তিতে থাকবো। সেটাই আমাদের মনের মধ্যে চলতে থাকে এবং আমরা এভাবে করেই আসলে আমাদের নিজের সুখ গুলো নিয়ে ভাবতে থাকি।
প্রতিটি মানুষ জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও একটা ঘর তৈরি করার চেষ্টা করে। ওই ঘরটি শুধুমাত্র চার দেয়াল দিয়ে তৈরি করা হয় না। সেটা শুধুমাত্র সে জায়গা ,যে জায়গায় গিয়ে মানুষ সুখে নিঃশ্বাস ফেলতে পারে। যে জায়গায় গিয়ে মানুষ সুখে চোখ বন্ধ করতে পারে। অর্থাৎ এটাই একমাত্র জায়গা ,যেখানে নিজের সবচেয়ে পরম শান্তি পরম সুখ খুঁজে পায়। কিছু কিছু মানুষ রয়েছে যাদের নিজের ঘর থাকা সত্ত্বেও নিজের ঘর এর এই সুখ তারা সহ্য করতে পারে না এবং এটা আমি মনে করি তাদের নিজের দোষ। অর্থাৎ এটা আমরা সবসময় দেখি যে। মানুষ আসলে অনেক সময় নিজের সুখ সহ্য করতে পারে না আর এই ব্যাপারটিও ঠিক তাই।

