জীবন মানে কেবলই দৌড় নয়


happy-marriage-hacks-8379183_1920.png

Source

বর্তমানে আমাদের সমাজ এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে জন্মের পর থেকেই শুধুমাত্র আমাদেরকে দৌড়ানো শেখানো হচ্ছে। এই জীবন যুদ্ধে কিভাবে দৌড়াতে হবে, কতদূর দৌড়াতে হবে। এই বিষয়গুলো ছোটবেলা থেকেই আমাদের শেখানো হচ্ছে। স্কুল থেকে শুরু করে কলেজে জীবন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জীবন। এদিকে পড়াশোনা শেষ হতে না হতেই পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। পরবর্তীতে চাকরি জীবন শুরু হয়। এই যে জীবনের দৌড়, সেটা মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকে।

তবে কেউ আমাদেরকে বলে না এই জীবন মানে শুধুমাত্র জীবন যুদ্ধে দৌড়ানো নয় বরংচ এই জীবনটা উপভোগ করার মত একটি বিষয়। এই জীবনে স্ট্রাগল বিষয়টা অবশ্যই থাকবে, জীবনের বাস্তবতার সম্মুখীন অবশ্যই হতে হবে। কিন্তু তারপরও আমাদের ভালোলাগা মন্দ লাগা এসব বিষয় প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেদের মানসিক প্রশান্তি কোথায় পাচ্ছি, সেই জায়গাটাকেও আমাদের ঠিক রাখতে হবে। তা না হলে জীবনের উদ্দেশ্য কোনদিনও সফল হতে পারবে না।

আমার পরিচিত এমন অনেক মানুষ রয়েছে যারা বছরের পর বছর একই রুটিন ফলো করছে, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়া আবার রাতে অফিস থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়া। এতটুকুর মধ্যে তার জীবনটা সীমাবদ্ধ হয়ে আছে। নিজের পরিবারকে আলাদাভাবে সময় দেওয়া পরিবারকে কোথাও নিয়ে ঘুরতে যাওয়া এই বিষয়গুলো থেকে তারা কেন জানি আস্তে আস্তে নিজেকে সরে আনছে। এসব বিষয়ের থাকতে থাকতেই আমরা কিন্তু মানসিক একটা অসুস্থতার মধ্যে পড়ে যাই। যেটা আসলে আমরা নিজেও বুঝে উঠতে পারি না। তাই মানসিক প্রশান্তির অবশ্যই দরকার রয়েছে।

ABB.gif

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 122009.90
ETH 4487.17
BNB 1313.43
SBD 0.77