জীবনের মায়াজাল


girl-638061_1920.jpg

Source

বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি। যে সমাজে এমন কিছু শ্রেণির মানুষ বসবাস করে যাদের মুখের কথার কোন সম্ভাবনা কিংবা সত্যতা খুঁজে পাওয়া যায় না। বর্তমানে আমাদের সমাজে এমন কিছু মানুষরূপী পশু বসবাস করে যাদের কথা প্রতিনিয়তই পরিবর্তন হয়। তারা একটি কথা দিয়েছে কিন্তু সেই কথাটাকে কিভাবে ঘোরানো যায় সেই বিষয়গুলো তারা ভালোভাবেই জানে। ধরুন একটি ব্যবসাহিক চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তির কথাটা পরবর্তীতে সে মানছে না। তাহলে সেই ব্যক্তির সাথে কি করা উচিত।

আগেকার মানুষের কথার দাম ছিল। তারা যেটা বলতো সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করতো এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু বর্তমানে মানুষের লোভলালসা এবং নজর কিংবা যাই বলেন না কেন এই বিষয়গুলো এতটাই বেড়ে গিয়েছে যার কারণে এই পৃথিবীতে সত্য মানুষের খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর হয়ে গেছে। তাই বলে যে পৃথিবীতে ভালো মানুষ নেই, সৎ মানুষ নেই, তা কিন্তু না, অবশ্যই আছে তবে সংখ্যায় অনেক কম।

এই জীবনে বাঁচতে গেলে অবশ্যই সৎ পথে কাজ করতে হবে, সৎ পথে চলতে হবে। কিন্তু তারপরও এই যে অসৎ মানুষরা যেভাবে করে সৎ মানুষদেরকে ঠকাচ্ছে সেই বিষয়গুলোও আমাদের বুঝার ক্ষমতা অর্জন করতে হবে তা না হলে হয়তো সবার কাছ থেকেই আমরা বিভিন্ন ধরনের বাঁশ খেতেই থাকবো। কথাটা একটু অন্যরকম শোনালেও এটাই বাস্তবতা এবং এটাই আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। আপনারা কি মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112644.35
ETH 4176.85
USDT 1.00
SBD 0.89