নীরব ভালোবাসার শক্তি


ai-generated-9227230_1920.jpg

Source

ভালোবাসা এমন একটি বন্ধন, যেটা আসলে রক্তের সম্পর্ক দারা তৈরি করা সম্ভব নয়। বরঞ্চ মনের মিলের মাধ্যমেই ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। এই ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি এই অনুভূতিটা শুধুমাত্র তারাই অনুভব করতে পারেন যারা একে অপরকে ভালোবেসে ছিলেন। কিংবা ভালোবাসার মায়ায় পড়েছিলেন। কিন্তু এই যে ভালোবাসার বন্ধন কিংবা ভালবাসার মায়া এ সবকিছু কিন্তু মিছে কথা।

আমরা অপর মানুষকে এজন্যই ভালোবাসি যেন আমি ভালো থাকতে পারি, যেন আমাদের মনে কষ্ট অনুভূত না হয়। এটাই হচ্ছে ভালোবাসার প্রধান সংজ্ঞা আমার কাছে বলে মনে হয়। যখন একে অপরকে যখন আর দুজন দুজনকে ভালোবাসে তখন সেটা ভালোবাসার বন্ধনে সৃষ্টি হয়। কিন্তু যখন আবার শুধুমাত্র একতরফা ভালোবাসা সৃষ্টি হয়, তখন তাকে নীরব ভালোবাসা বলে।

অনেকেই মনে করেন এই নীরব ভালোবাসাও কিন্তু অনেকটা শান্তিপূর্ণ। কারণ এই ভালোবাসা দুজনের মাঝে বিভক্ত হয়ে যায় না। দুজনের মাঝে ঝগড়াঝাঁটি কিংবা রাগান্বিত কোন ধরনের পরিবেশে সৃষ্টি হয় না। যেই ভালোবাসা একান্তই আমার এবং যেই ভালবাসার উপরে আর অন্য কারো অধিকার থাকবে না। তবে এই নীরব ভালোবাসার ক্ষেত্রে অনেকটা কষ্ট পূর্ণ সময় রয়েছে। আপনি দেখছেন আপনার কাছের মানুষ অন্য মানুষকে ভালবাসলে অন্য মানুষকে ভালোবাসতেছে তখন আপনার অনেকটাই কষ্ট অনুভূতি হবে। তাই এই নীরব ভালোবাসা ওর এক প্রকার যন্ত্রণা হতে পারে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 122388.88
ETH 4488.51
SBD 0.77