পাহাড়, নদী আর আমি


river-5765785_1920.jpg

Source

করোনা মহামারী এবং লকডাউনের কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। সেই সময়টা আমাদের জন্য অনেক কঠিনতম সময় ছিল এবং সেই সময়ে আমরা যারা বেঁচে গিয়েছি তারা অবশ্যই অনেক ভাগ্যবান ব্যক্তি বলে বিবেচিত হই এবং এটা হওয়া উচিত। কারণ সে সময় আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেসব সমস্যার সম্মুখীন হয়তো এই নতুন জেনারেশন কখনোই বুঝে উঠতে পারবে না। তবে এই বিষয় থেকে বের হয়ে আসার জন্য আমরা লকডাউনের পরে রাঙ্গামাটি ঘুরতে গিয়েছিলাম।

আমার জন্মস্থান নীলফামারী শহরে এবং এই নীলফামারীতে পাহাড় পর্বত বলতে কিছুই নেই। শুধু রয়েছে সমতল জমি এবং গ্রাম্য পরিবেশ কখনো। সমুদ্র সেভাবে করে দেখা হয়নি, কখনো পাহাড়-পর্বত নদী সেভাবে করে এক্সপ্লোর করা হয় নি। তাই সেবার সিদ্ধান্ত নিয়েছিলাম এবার রাঙ্গামাটি গিয়ে পাহাড় দেখবো, নদী দেখব সে সময় গুলো ভালোভাবে এনজয় করব এবং সেখানে গিয়ে বেশ ভালো সময় অতিক্রম করেছিলাম। সেখানে আমরা পাঁচ দিনের মতো ছিলাম।

সেখানে প্রথমবারের মতো নিজ চোখে বড় বড় পাহাড় দেখেছি, পাহাড়ের কাছে ঘেষে যাওয়া নদী গুলো দেখেছি এবং সেই নদীগুলোতে নিজেরাও স্পিডবোর্ডে করে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এছাড়াও পাহাড়ি ফলের বিভিন্ন সমাহারগুলো একবার টেস্ট করে দেখা সৌভাগ্য হয়েছিল। সব মিলিয়ে সে সময় গুলো বেশ দারুন ইনজয় করেছিলাম। আপনারা কি কখনো রাঙ্গামাটিতে গিয়েছিলেন, যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110258.44
ETH 4278.25
USDT 1.00
SBD 0.83