মা মানেই আশ্রয়ের ছায়া
হ্যালো স্টিমিট পরিবার,আশা করছি সবাই ভালো আছেন। আজকের লেখাটা একটু আবেগী, কারণ এই লেখার প্রতিটা শব্দ মায়ের জন্য। জীবনে মানুষ অনেক কিছু হারায়, আবার অনেক কিছু পায়। কিন্তু মা এই একটি শব্দ, একটি মানুষ, একটি অস্তিত্ব, যাকে হারানোর ভয় আমাকে সবসময় কাঁপিয়ে তোলে। আমি এখনো সেই ছেলেটা, যে মায়ের গলার আওয়াজ না শুনলে রাতে ঘুমাতে পারি না।
আমার মা এখন অসুস্থ। ডাক্তার দেখিয়েছি, কিছু রিপোর্ট হাতে পেয়েছি কিন্তু মনের মধ্যে কেমন একটা শঙ্কা কাজ করছে। কিছু কিছু রাতে ঘুম ভেঙে যায়, চুপিচুপি গিয়ে মায়ের মুখ দেখি, নিঃশ্বাস নিচ্ছে কিনা, ভালো আছে কিনা।এই ভাবনায় বুকটা কেমন যেন কাঁপে। আমরা জীবনে যতোই বড় হই না কেন, মা সবসময় ছোটবেলার সেই আদরের ছায়া হয়ে পাশে থাকে। এক ফোঁটা কাশিও হলে মা ছুটে আসে, কিন্তু এখন যখন আমি ছোট্ট কিছু করি, মা কে দেখি একা বসে আছে, চুপচাপ, দুর্বল হয়ে।
মাঝে মাঝে মনে হয়, জীবনটা যেন থেমে যায়, সব কিছু ছুটছে, কিন্তু আমি একা দাঁড়িয়ে আছি,শুধু মায়ের ভালো থাকার অপেক্ষায়। মা কে ভালোবাসুন, যতটা পারেন সময় দিন। টাকার চেয়ে সময় অনেক বড় উপহার। আজকের মত এখানেই শেষ করছি, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

