একটি স্বপ্ন যা আমি আজও দেখি


halloween-7484855_1920.jpg

Source

আজ একটি গোপন কথা আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলা থেকেই আমি নানান ধরনের সমস্যায় আক্রান্ত ছিলাম। ছোটবেলা থেকেই মানসিক অবস্থা কোনভাবেই ভালো ছিল না। যেটা আমাদের এলাকায় তৎকালীন সময়ে সকলেই বলতো ভূতে কিংবা জীনে ধরেছে এরকম একটা অবস্থাও আমি ছোটবেলায় ফেস করেছিলাম। তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে যে সমস্যাগুলো আজও আমি কাউকে স্পষ্টভাবে খুলে বলতে পারেনি।

তখন আমি অনেক ছোট কথাও বলতে পারি না শুধুমাত্র কান্না করি তখন থেকেই এই সমস্যাটা শুরু হয়। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হতে শুরু করলাম তখনই মাঝেমধ্যে একটু স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্নের মাঝে আমি ঘুমের মধ্যেই হাটাহাটি করতাম এবং বাহিরে চলে যেতাম। এই বিষয়গুলো নিয়ে আমার পরিবারও অনেক সমস্যায় ফেস করেছে এবং বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার এবং কবিরাজ কে ও দেখানো হয়েছিল।

মজার বিষয় হচ্ছে যখন আমি এই স্বপ্নটা দেখতাম ঠিক তখনই আমি ঘুমের মধ্যে হাটা চলা শুরু করতাম। কিন্তু কি সেই স্বপ্ন দেখতাম সেটা যদি অন্য কাউকে বলতেই আমি যাই তাহলে মনে হয় কেউ যেন আমার পিছন থেকে আমার মুখটা চিপে ধরছে এবং এই বিষয়গুলো আমি হাজার বার ফেস করেছি। কিন্তু আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। সেই স্বপ্নটাকে ছিল যে স্বপ্নটা আমি হাজার বার দেখেছি কিন্তু কাউকে বলতে পারতেছি না। এই বিষয়টার মধ্যে আমি এখনো রয়েছি। তাই আমি কখনোই এই স্বপ্নের কথা কাউকে বলার চেষ্টা করি না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 110332.27
ETH 3861.19
USDT 1.00
SBD 0.61