পুরুষত্ব জাহিরে গায়ে হাত তোলা সাধারণ?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না। 
আমাদের সমাজে নানান রকম মানুষ যেমন রয়েছে। ঠিক একই ভাবে আমাদের সমাজের সকলের অবস্থান ,সকলের পরিস্থিতি, সকলের মন মানসিকতা ভিন্ন কিন্তু। কিছু কিছু মানুষের অবস্থা দেখলে সত্যিই যেনো খুব করুণা হয় ,সত্যি খুব খারাপ লাগে! কিছু কিছু মানুষকে আমি দেখেছি এবং সবচেয়ে বড় কথা হলো সে ফ্যামিলি গুলোতে দেখেছি যে ,ওই মানুষটি যে খারাপ কাজ করছে। তাকে বাঁধা দেওয়ার বদলে তাকে উৎসাহ দেওয়া হয় এবং তাকে এটাই বলা হয় যে ,সে যেটা করছে সেটা একেবারে সাধারণ এবং সামান্য একটি ব্যাপার। অর্থাৎ একটা খারাপকে আমরা যখন সমাজে নরমালাইজ করে ফেলি। তখন সেটার চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে বলে অন্তত আমার মনে হয় না। 
একই ভাবে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি। সেটা হলো আমাদের চারপাশে কিছু কিছু পরিবারে কিংবা কিছু কিছু সংসারে আমি দেখেছি যে পুরুষত্ব জাহির করতে হলে। অর্থাৎ পুরুষত্ব জাহির করার জন্য অনেক অনেক পরিবার তাদের সংসার এর মানুষদের উপরে বিশেষ করে মহিলাদের উপরে গায়ে হাত তোলে। যেটা প্রচন্ড নোংরামি বলেই আমার মনে হয়। কারণ কোনো নারীর উপরে ,কোনো দুর্বল মানুষ এর উপরে গায়ে হাত তোলার মতোন নোংরা কাজ পৃথিবীতে আছে বলে অন্তত আমার মনে হয় না। আর তার চেয়েও বড় ব্যাপার হলো ,যখন কিছু কিছু নর পিশাচ এই কাজগুলো করে। তখন তার পরিবারের মানুষরা এটাই বাহবা দেয় যে ,সে একেবারে একটা আসল পুরুষের মতন কাজ করেছে। যেখানে সেটা অনেক বড় একটি অন্যায়।
অর্থাৎ আমরা যে বাহবা দেই। সেটা অনেক ভয়ঙ্কর ভাবেই কিন্তু আমাদের সমাজে ফিরে আসে  তাই আসলে এই ধরনের কাজ যারা করে। তাদেরকে কখনোই বাহবা দেওয়া উচিত নয়। কারণ কারো গায়ের উপর হাত তুলে কোনো দুর্বলকে ,কোনো মজলুমকে মেরে ধরে কখনোই কিন্তু পুরুষত্ব জাহির করা সম্ভব হয় না। আর আমি আবারও এটা বলতে চাইছি। সেটা হলো ,কারো গায়ে হাত তোলা কখনোই কিন্তু সাধারণ ব্যাপার হতে পারে না। তাই এটাকে যারা সাধারন ব্যাপার বলে মেনে নিতে বলে। আমি মনে করি আগে তাদের শাস্তি হওয়া উচিত।

