মনের গভীরে এক অজানা ভয়
পৃথিবীতে ভয় পায় না এমন মানুষ অনেক কম রয়েছে। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটি ভয় রয়েছে। হয়তো কোন মানুষ সাপ দেখলে ভয় পায়। আবার কোন মানুষ ছোট্ট একটি তেলাপোকা দেখলেও ভয় পেয়ে যায়। আবার কিছু কিছু মানুষ ভূত কিংবা জিন কে অনেক বেশি ভয় পায়। এই ভয় পাওয়ার কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থান, আমরা কোথায় ছোট থেকে বড় হয়েছি এবং আমাদের লালন পালন কোথায় করা হয়েছে। এসব কিছুর উপরেই এই ভয় বিষয়টা আমাদের মধ্যে ঢুকে যায়।
শুনতে একটু হাস্যকর মনে হলেও আমি ব্যক্তিগতভাবেই ভূত কিংবা জিন অনেক বেশি ভয় করি। এর কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন এই ধরনের অনেক ধরনের বিষয় এর সাক্ষী আমি হয়েছি। যার কারণে এই বিষয়গুলো দেখলেই সে ধরনের কথা মনে পড়ে যায় এবং সেই অতীতের স্মৃতিগুলো বার বার মনে পড়ে এবং সেই স্মৃতিগুলো থেকে শুরু হয় আতঙ্ক এবং আতঙ্ক একদম শেষ পর্যায়ে গিয়ে ভয়ে রূপান্তরিত হয়ে যায়।
ছোটবেলায় আমার সাথে যেসব ঘটনা গুলো ঘটেছে এরপর থেকেই আমি কখনোই খুব বেশি প্রয়োজন ছাড়া একা থাকি নি। খুব বেশি প্রয়োজন ছাড়া কোথাও একা ঘুরতে যাইনি। কারণ সেই বিষয়গুলো আমার মস্তিষ্কে এমনভাবে প্রভাব ফেলেছে এখনো যদি সে বিষয়গুলো কল্পনা করি ভয়ে আমার হাত-পা কেঁপে ওঠে। এই ধরনের কি কোন এক অজানা আতঙ্ক আপনাদেরকে গ্রাস করে ফেলে নাকি? সেই বিষয়টা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।

