আমরা মানুষ, তবুও কতটা অমানবিক!


girl-6780781_1920.png

Source

মানুষই জন্মালেই শুধুমাত্র মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষের নিয়ম মেনে চলতে হয়। একটু মানবিক হতে হয় এবং মানুষের মতো আচরণ করতে হয়। তবে বর্তমান আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে বর্তমানে কতগুলো মানবিক মানুষ আমরা দেখতে পাই। সবাই নিজ নিজ স্বার্থের ব্যস্ত। সবাই একে অপরকে ঠকিয়ে নিজে বড় হতে চাই। এ ধরনের তো আমাদের হওয়ার কথা ছিল না। আমাদের হওয়ার কথা ছিল বিনয়ী এবং একে অপরকে সাহায্য করার মত মানুষ।

আমরা মানুষ আমরা এই পৃথিবীতে বসবাস করি। কিন্তু তারপরও আমাদের মধ্যে কত ঝগড়া বিবাদ লেগেই রয়েছে শুধুমাত্র কিছু বিষয়ের জন্য। বর্তমানে তো আমরা বহিঃশ্বের সমস্ত ঘটনাগুলো সম্পর্কেই প্রায় অবগত রয়েছি। ইরান ইসরাইল যুদ্ধ এর পরে আমেরিকার হস্তক্ষে এছাড়াও আরও নানান ধরনের যুদ্ধ ও বর্তমানে পৃথিবীতে চলছে। কিন্তু আমরা তো সকলেই মানুষ কেন সবকিছু শান্তিভাবে সমাধান করা যায় না। এই যুদ্ধের মাধ্যমে বড়দের তো কোন ক্ষতি হয় না শুধুমাত্র ক্ষতি হয় সাধারণ জনগণদের।

আসুন আমরা সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দিন। একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগী ভেবে কাজ করি। দেখবেন আমাদের এই পৃথিবী এবং মানব জাতি অনেক বেশি উন্নত করতে পারবে। একটি বিষয় কল্পনা করুন তো এই পৃথিবীর সব দেশ যদি একত্রে একটা দেশ হতো তাহলে সেই দেশের শক্তি কতটা হতো এবং সেই দেশে কত সুন্দরভাবে আমরা সকলেই বসবাস করতে পারতাম। এই বিষয়গুলো শুধুমাত্র বর্তমানে কল্পনাই রয়ে যায়। তবে পরিবর্তনটা নিজের থেকেই হলেই সব থেকে ভালো হয়। আপনি নিজে পরিবর্তন হোন এবং অন্যকে পরিবর্তন করার চেষ্টা করুন।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115235.65
ETH 4175.52
USDT 1.00
SBD 0.60