ভালো থাকাও ভালো নয়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের মানুষদের মধ্যে একটা প্রবণতা থাকে যে ,আমরা সবসময় আসলে সকল মানুষের সাথে ভালো থাকতে চাই। এখন মানুষের সাথে ভালো থাকা অবশ্যই ভালো একটি ব্যাপার। কারণ মানুষের সাথে আসলে ভালো থাকতে পারলে আমাদের চারপাশের পরিবেশ যেমন ভালো থাকে। ঠিক একইভাবে সকলের সাথে একটি সুসম্পর্ক বজায় থাকে এবং আমি মনে করি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি এমন অনেক মানুষ দেখেছি। যারা আসলে অন্য মানুষের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখতে পারে না। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুব ভালো একটি ব্যাপার এবং রাখাটা যথেষ্ট প্রয়োজনীয়।
আমি আজকে অন্য একটি ব্যাপার শেয়ার করতে এসেছি। আসলে আমি যেটা বলতে এসেছি। সেটা হলো সবসময় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাও কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। কারণ ধরুন যেই মানুষটি কিংবা যে ব্যক্তিগণ আমাদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে কিংবা যেই মানুষগুলো সব সময় আমাদের কষ্টের কারণ হয়ে যাচ্ছে কিংবা তারা ইচ্ছাকৃতভাবে আমাদের জীবনের সমস্যা সৃষ্টি করছে। আমার মতে তাদের সাথে সুসম্পর্ক রাখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের ভালো সম্পর্ক বলি কিংবা আমাদের যাদের জন্য ভালো টান বলি ,সেটা কিন্তু একেবারেই মন থেকে আসতে হয়। আসলে আমি বললাম তাই যে সব সময় ভালো থাকাটা ভালো নয় ।
কারণ আমরা বেশিরভাগ সময় এটাই দেখি যে আমরা কোনো মানুষের সাথে যতোই ভালো থাকি না কেনো।কিছু কিছু মানুষ এমন থাকে। যারা সব সময় আমাদের ক্ষতি করতে চায়। অর্থাৎ আমি সকলের কথা অবশ্যই বলছি না। কারণ পৃথিবীতে সকলেই যদি এমন খারাপ হতো। তাহলে পৃথিবী আর বেঁচে থাকতো না ,পৃথিবী ধ্বংস হয়ে যেতো।যেহেতু পৃথিবী এখনো ধ্বংস হয়নি। তাই নিজের ভালো নিজে বোঝার জন্যেই সব সময় মানুষের সাথে ভালো থাকারও প্রয়োজন নেই। যার সাথে যেমন থাকা দরকার তেমন থাকা উচিত।
Sort: Trending
[-]
punicwax (-12)(1)muted 3 days ago
$0.00
Reveal Comment