ভদ্রতার পরিমাপ থাকুক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছে। যারা অত্যন্ত ভদ্র এবং সবচেয়ে সমস্যার ব্যাপার হলো। তারা যে ভদ্র সেই ভদ্রতার কারণেই তারা সবসময় বিপদে পরে।অর্থাৎ আমি সত্যিই এমন অনেক মানুষ দেখেছি। যারা আসলে অতিরিক্ত ভদ্র বলে মানুষ সব সময় তাদের ঠকানোর চেষ্টা করে এবং মানুষ সব সময় তাদের আসলে বিপদে ফেলার চেষ্টা করে। কারণ ওই খারাপ মানুষ গুলো জানে যে সে কোনো জবাব দেবে না। যেহেতু সে অত্যন্ত ভদ্র একজন মানুষ। অর্থাৎ ভদ্র হলেও অনেক সমস্যা যে রয়েছে। সেটাই হলো আসল ব্যাপার এবং সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছি।
আর তাই আজকে আমি আসলে আমার মনের কথাটি শেয়ার করতে এসেছি এ বিষয়ে। কারণ হয়তো আমার সাথে অনেকের কথা না মিলতে পারে। কিন্তু সত্যি কথা বলতে এটাই আমার মনে হয়। অর্থাৎ আমার এটাই মনে হয় যে যারা সব ভদ্রতা, সভ্যতা এই ব্যাপারগুলোর আসলে সম্মান রক্ষা করতে পারে না। তাদের সাথে ভদ্রতা করার কোনো প্রয়োজন নেই। কারণ যারা আসলে ভদ্রতা নিতে পারেনা। তাদের সাথে ভদ্রতা করে কোনো লাভ নেই বলেই আমার মনে হয় এবং তাদেরকে আমি মনে করি একটু তাদের ভাষাতেই শেখানো উচিত। অর্থাৎ আমরা যে ভদ্রতা করবো কিংবা করি তার একটা পরিমাপ থাকা উচিত। আমরা যদি দেখি যে আসলে ভদ্রতা করার পরেও ওই মানুষগুলো খুব একটা আসলে আমাদের ভদ্রতার দাম দিচ্ছেনা। তাহলে অবশ্যই একটু তাদের ভাষাতে তাদেরকে শেখানো উচিত।
তা না হলে তারা এমনভাবে প্রশ্রয় পেয়ে যায় যে ,তারা ভাবে যে তারা ধরাকে সরা জ্ঞান করছে এবং তারা সবসময় অবৈধ আচরণ করতে থাকে এবং যে ভদ্রতা করে তার পিঠের উপরে একেবারে চড়ে বসে। আর এ কারণেই আমার মনে হয় ভদ্রতা একটু পরিমিত হওয়া উচিত। অর্থাৎ কেউ যদি আমার সাথে ভদ্রতার বিপরীতে অভদ্রতা করে। তবে তাকে সেভাবেই অর্থাৎ তার ভাষাতে তাকে শিক্ষা দেওয়া উচিত । আমার মনে হয় তবেই সে আসলে বুঝতে পারে যে ,সে কি ভুল করছে। তাছাড়া এর আর কোনো পন্থা আছে কিনা অন্তত আমার জানা নেই। কারণ যারা অভদ্রতা করে ,তাদের সাথে অভদ্রতা করেই সেই উত্তরটি দেওয়া উচিত।

