ভালোবাসা মানেই কি নিজের করে নেওয়া?


daisy-3392654_1920.jpg

Source

হ্যালো স্টিমিট পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা প্রশ্ন নিয়ে লিখতে বসেছি, ভালোবাসা মানেই কি প্রাপ্তি?আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে, যাদেরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। মনের সবটুকু দিয়ে চাই তাদের পাশে থাকতে। কিন্তু জীবনের নিয়ম এমনই, সব ভালোবাসার গল্পেই হয় না সুখের পরিণতি।

আমি নিজেও জীবনের একটা সময় অনেক বেশি ভালোবেসেছিলাম একজনকে। ওর হাসি, ওর চোখের চাহনি, সবকিছু এখনো স্মৃতিতে গেঁথে আছে। কিন্তু সময়ের নিয়মে ও আজ অন্য কারো জীবনসঙ্গী। মাঝে মাঝে রাতে চোখের কোনা ভিজে যায়, কিন্তু মুখে হাসি রাখি কারণ ওর সুখেই আমার শান্তি।

ভালোবাসা মানে সবসময় সাথে থাকা না, অনেক সময় দূর থেকেও কারো ভালো থাকা চাইতে পারাটাই ভালোবাসা। ভালোবাসা মানেই কখনো কখনো নিজেকে গুটিয়ে নেওয়া, মনের গভীরে চাপা কষ্ট নিয়ে হলেও তার সুখ কামনা করা। তাই আমি বিশ্বাস করি, ভালোবাসা মানেই প্রাপ্তি না। ভালোবাসা মানেই ত্যাগ, মানে সম্মান, মানে নিজের থেকেও কারো মঙ্গলের কথা ভাবা। কাউকে ভালোবেসে যদি না পাও, মন খারাপ করার কিছু নেই। তুমি যেটা করেছো মন থেকে করেছো। আর সেই মনটাকে কখনো ছোট কোরো না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 103839.79
ETH 3528.60
USDT 1.00
SBD 0.56