সুন্দর মূহুর্ত যদি হতো খাঁচায় বন্দী!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে অনেক মুহূর্তে এমন আসে যেটা খারাপ। আবার এমন অনেক মুহূর্ত আসে যেটা ভালো। অর্থাৎ বলা চলে যে ভালো, খারাপ সব কিছুর মিশেল বলা চলে আমাদের এই জীবন। কিন্তু এই ভালো এবং মন্দ এই দুটোর মাঝে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের সুন্দর মুহূর্ত, আমাদের ভালো মুহূর্ত গুলোকে যদি খাঁচায় বন্দি করে রাখা যেতো। তবে বোধহয় অনেক বেশি ভালো হতো।

তার কারণ হলো আমার কাছে মনে হয় যে, আমাদের জীবনের ভালো সময় গুলো যেনো অনেক দ্রুত চলে যায়। অর্থাৎ আমাদের জীবনের খারাপ সময় গুলো যেমন একেবারেই দ্রুত যায় না এবং একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে মানুষের জীবনে যখন কোনো খারাপ মুহূর্ত আসে। তখন কিন্তু সেই মুহূর্তগুলো অনেক দিন পর্যন্ত থেকে যায় বলেই আমাদের মনে হয়। কিন্তু আমাদের জীবনে যদি কোনো ভালো দিন আসে তখন আমাদের মনে হয় যে দিনটি যেনো খুব দ্রুত ফুরিয়ে গেলো এবং আর কিছুদিন যদি দিনটি থাকতো। তবে যেনো অনেক বেশি ভালো হতো।

তাই মাঝেমধ্যে মনে হয়, মূহুর্তকে যদি খাঁচায় বন্দি করে রাখা কোনো কিছুর মতো। আমরা আমাদের সুন্দর স্মৃতি, সুন্দর মুহূর্তগুলোকে বন্দী করে রাখতে পারতাম। তবে অনেক বেশি ভালো হতো। কারণ সুন্দর মুহূর্তগুলো আমাদেরকে একটা সুন্দর মন-মানসিকতা কিংবা একটা ভালো জীবন উপহার দেয়। যেটা অন্য কোনো কিছুই দিতে পারেনা। আমরা আসলে মানুষ হিসেবে বড্ড লোভী। যদি লোভী না হতাম, তাহলে কি কখনো মুহূর্তকে খাঁচায় বন্দী করে রাখতে চাইতাম? কখনোই চাইতাম না। কিন্তু ওই যে মানুষ রক্তে মাংসে গড়া মানুষ। এ কারণেই হয়তো আসলে মুহূর্তগুলোকে ছাড়তে ইচ্ছে করে না। কারণ হয়তো জীবনে আসলে সুন্দর মুহূর্তগুলো খুব কমই আসে। আর আমাদের জীবনে যেটা কম আসে। সেটাকেই বোধহয় আমরা অনেক বেশি মিস করি কিংবা অনেক বেশি ভালোবাসি।

ABB.gif

Sort:  

@ritzy-writer, চমৎকার! I'm drawn to your reflective piece on capturing beautiful moments. The sentiment of wanting to hold onto those fleeting instances of joy is so relatable. You've articulated this universal human desire beautifully, especially the contrast between how quickly good times seem to vanish compared to difficult ones.

The image you selected nicely complements the piece!

I appreciate your vulnerability in sharing your thoughts and feelings. I'm sure many readers will connect with this longing. Thank you for sharing your perspective. What are some moments you'd love to trap in a cage?

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110709.97
ETH 4297.11
USDT 1.00
SBD 0.85