প্রকৃতির কাছে হার মানে না কোনো মনের ক্লান্তি


desperate-5011953_1920 (1).jpg

Source

আমাদের বাস্তব জীবনে জীবন নির্বাহ করার জন্য ব্যাপক ধরনের পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের মাত্রাটা ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়। ছোটবেলা থেকেই আমাদের প্রাকৃতিক কিছু নিয়ম শেখানো হয়। ছোট থেকে আমরা বড় হব, বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেব এবং আরো কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দান করা হয়। এভাবে করেই কিন্তু সম্পূর্ণ সমাজ চলছে এই প্রকৃত নিয়ম আমরা সকলেই মেনে চলছি।

যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই আর পরিবারের দায়িত্ব কাজে তুলে নেই, বিভিন্ন ধরনের বোঝা মাথার উপরে থাকে তখন আসলে ক্লান্তি ভাবটা আর সেভাবে আসে না, আগে একসময় দেখা যেত একটু কাজ করলেই অনেকটা ক্লান্ত হয়ে যেতাম। অনেকটা রাগান্বিত হয়ে যেতাম কিন্তু এক পর্যায়ে এসে ক্লান্তি ভাব এবং রাগের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেসব আর আসে না, আসলেও মনের মধ্যে নীরবেই শেষ হয়ে যায়।

একটা মানুষ যখন বড় হয়ে যায় তখন তার কাছে তার পরিবারের সচ্ছলতাই সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়। পরিবারের সুখ শান্তি থেকে শুরু করে পরিবারের সকলের আবদার এবং আশা-আকাঙ্ক্ষাগুলো পূরণ করাই তার একমাত্র লক্ষ্য হয়ে যায়। এসব কিছুর কাছেই নিজের ক্লান্তি বা রাগের যে ব্যাপারটা রয়েছে সে সবকিছু কোথায় যেন বিলীন হয়ে যায়। তাইতো আজ পোস্টের এমন টাইটেল দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110718.02
ETH 4294.31
USDT 1.00
SBD 0.83