হঠাৎ করে অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাসরুদ্ধকর


ai-generated-8756089_1920.jpg

Source

মনে করুন, আপনার কাছে সবকিছুই আছে তবে কেন জানি কোন কিছুর এক শূন্যতা। আপনাকে ভিতরে ভিতরে গ্রাস করে ফেলেছে। যেন এক অজানা অচেনা এক সাহস রুদ্ধকর বিষয়। যে বিষয়টা আপনিও ভালো হবেই ঠিকভাবে অনুধাবন করতে পারছেন না। তাহলে কিভাবে অন্যজনকে আপনার এই বিষয়গুলো এক্সপ্লেইন করবেন। এই বিষয়গুলো সত্যিকারেই অনেকটা মর্মান্তিক হয়ে থাকে।

জীবনে এমন কিছু সময় আছে যেই সময়টা নিজেকে সব থেকে বেশি অসহায় বলে মনে হয়। নিজের কাছে সবকিছুই থাকে তারপরও কোন কিছুর একটা কমতি মনে হয়। নিজেকে গ্রাস করে ফেলেন। এটাই হচ্ছে উদ্ধার একটি বিষয় জানেনা এই বিষয় থেকে কিভাবে বের হতে হয়। তবে নিজেকে সব সময় মোটিভেটেড করার মাধ্যমে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হতে পারে বলে আমি ধারণা করছি।

নিজেকে হঠাৎ করে অসহায় লাগার বেশি কিছু কারণ রয়েছে। যখন আপনার কাছের মানুষ আপনাকে ধোকা দেয়। কিংবা আপনার পরিবারে অশান্তি থাকে এছাড়াও বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন যখন আমরা হই বিভিন্ন সময় বিভিন্ন কাজের টেনশনের মাধ্যমেও এই বিষয়গুলো পড়তে পারেন। যাই হোক আমি আশা করব কারো জীবনে যেন এত খারাপ মুহূর্ত না আসে সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করছি।

ABB.gif

Sort:  
 3 months ago 

জীবন মানেই একবুক শূন্যতা। শূন্যতার মাঝে সত্যি নিজেকে অনেক অসহায় লাগে। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে যেন নিজের অসহায়ত্ব খুঁজে পেলাম।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108611.68
ETH 3889.06
USDT 1.00
SBD 0.59