আমার শৈশবের গল্প: চকলেট আর মার খাওয়ার দিনগুলো


boys-3396713_1920.jpg

Source

এইতো কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি ছোট্ট ভিডিও দেখলাম। একটি ছোট্ট মেয়ে তার বাবার কাছে চকলেট খাওয়ার জন্য বাহানা করছে। অপরদিকে তার মা তার সাথে একটু মজার ছলে রাগারাগি করছিল সেই বিষয়গুলো দেখে আমার অতীতের কথা বেশি মনে পড়ে গেল। কারণ অতীতেও আমরা সেই একই কাজ করেছিলাম আমাদের বাবা মায়ের সাথে। ছোটবেলার কথা মনে হলে এখন এই অনেকটা মজা পাই, আবার সেই দিনগুলোকে ব্যাপকভাবে মিস করি।

এই চকলেটের জন্য যে কত মার খেয়েছি কত যে বকাবকি শুনেছি তার কিন্তু হিসাব নেই। ছোটবেলায় কোন কিছু হলেই বাবার কাছে বাহানা করতাম বাহিরের দোকানে নিয়ে গিয়ে আমাকে চকলেট কিনে দাও সেই বিষয়গুলো আজও ভুলতে পারিনি। সে সবকিছুই স্মৃতির পাতায় অমর হয়ে রয়েছে। আমরা কত তাড়াতাড়ি না বড় হয়ে যাই গত তাড়াতাড়ি না সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাই। তবে এভাবে করতে করতেই দেখা যাবে একদিন মৃত্যুর সামনে এসে দাঁড়িয়ে পড়েছি।

আগে যখন ছোট ছিলাম তখন চিন্তা ভাবনা করতাম যে আমরা কখন বড় হবো কখন নিজের স্বাধীনতা মতো চলাচল করব। তখন সব জায়গায় ঘুরে বেড়াবো খেলাধুলা করবো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো। কিন্তু এখন যখন বড় হয়েছি তখন আমরা বুঝতে পারছি আসলেই সেই দিনগুলো কতটা সোনালী ছিল। সেই দিনগুলো কতটাই না মধুর ছিল। আপনারা কি সেই সোনালী শৈশবের কথাগুলো মনে করেন তাহলে অবশ্যই ছোট্ট করে আপনাদের ঘটনাগুলো মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112037.89
ETH 4314.86
SBD 0.85