বয়সের সাথে, আমরা শিখে যাই

man-6107457_1920.png

Source

আপনার কি কখনো ছোটবেলার স্মৃতি গুলো মনে আছে? যখন আপনি আপনার মা-বাবার সাথে কোথাও বেড়াতে যেতেন তখন কিন্তু মা কিংবা বাবা সব সময় আপনার হাত ধরে রাখত। কারণ তারা জানে আপনি এই সমাজের সকল নিয়মকানুন সম্পর্কে জানেন না। এই সমাজে কিভাবে চলতে হয় কিংবা রাস্তাঘাট সম্পর্কে আপনি অবগত নন। এ জন্যই আমাদের খেয়াল রাখার জন্যই কিন্তু আমাদের হাত ধরে রাখত। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম আশেপাশের রাস্তাঘাট চিনতে পারলাম এবং হাঁটতে শুরু করলাম তখন কিন্তু পরিবার থেকেই আমাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে করা হয়েছে আপনি আপনার জন্মস্থানে বসে আপনার শিক্ষা জীবন শেষ করতে পারবেন না। আপনাকে ঘর ছাড়তে হবে এবং যেতে হবে দেশের ভালো কোন জায়গায়, যেখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। এই পড়াশোনা কিংবা নিজের ক্যারিয়ার গড়ার তাগিদে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী নিজেদের মাতৃভূমি ছেড়ে অন্য একটি শহরে এসে বসবাস করেন। আমাদের বাস্তবতা শিখতে বাধ্য করে, এই সমাজের টিকে থাকা কত কঠিন এই বিষয়টাও স্পষ্ট হয় তখনই।

বয়স পড়ার সাথে সাথে যখন নিজের জ্ঞান বুদ্ধি বিবেক জাগ্রত হয় তখন থেকেই আমরা শিখতে শুরু করি। এই সমাজে কিভাবে চলতে হবে, কিভাবে সবকিছু ম্যানেজ করতে হবে, কিভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। বয়স বাড়ার সাথে সাথে এসব কিছুই আমরা শিখে যাই। শুধুমাত্র একটি মাত্র আশায় যে, পরবর্তীতে হয়তো আমি আমার পরিবারের দায়িত্ব কাজে নিতে পারব, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115306.96
ETH 4494.25
SBD 0.86