নরম মাটি পেলেই আঁচড়ানোর চেষ্টা?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না। 
শক্তের ভক্ত নরমের যম। আসলে এই ব্যাপারটি আমি সব সময় শুনে আসলেও এটার মর্মার্থ খুব একটা আগে বুঝতে পারতাম না। কারণ এটা অনেক সময় এমন হতো যে ,হয়তো আমার কাছে মনে হতো যে যারা নরম মানুষ কিংবা যারা একটু নরম হৃদয়ের মানুষ। ওদের সাথে হয়তো মানুষ চাইলে ভালো ব্যবহার করতে পারে কিংবা বেশিরভাগ সময় তাদের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু যত বড় হতে থাকলাম তত বুঝতে পারলাম যে ,আমি আসলে কত বেশি ভুল ভাবছি। কারণ সত্যি কেউ যদি অনেক বেশি স্ট্রং হয়। তার সাথে মানুষ অহেতুক লাগতে যায় না। কিন্তু কেউ যদি খুব একটু দুর্বল হয় কিংবা একটু নরম মন মানসিকতার হয়। তাহলে সব সময় তাকেই ওই মানুষগুলো খোঁচাতে যায়। অর্থাৎ খারাপ মানুষগুলো।
অর্থাৎ এই কথাটি একেবারে সত্যিই যে মানুষ নরম মাটি পেলেই অতিরিক্ত আঁচড়াতে চায়। অর্থাৎ এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন ,কোথাও যদি অনেক শক্ত মাটি থাকে। তাহলে কিন্তু সেটার দিকে কিংবা সেটা নষ্ট করার মানুষের খুব একটা ইচ্ছা হয় না। কিন্তু কোথাও যদি খুব নরম মাটি থাকে। তাহলে সেটা নিয়ে খেলাধুলা করার ইচ্ছা যে কোনো মানুষ এর মনে উদয় হয়। সহজ ভাষায় বলতে গেলে এটাই যেকোনো মানুষ যদি অনেক স্ট্রং কিংবা রাগী হয়। তাহলে তার সাথে আসলে মানুষ খুব একটা লাগতে যায় না। কিন্তু কেউ যদি একটু খুব ভালো মন মানসিকতার এবং একটু শান্তশিষ্ট মানুষ হয়। তাহলে তার সাথে সকলে লাগতে যায়।
আর তাই আমার মনে হয় যে ,মেয়ে মানুষের কখনোই নরম হওয়া উচিত নয়। কারণ একেতো পৃথিবীটাই যেনো মেয়েদের শত্রু আর সেই জায়গায় যদি আসলে মেয়েরা সব সময় এতো বেশি দুর্বল থাকে কিংবা সবসময় যদি মানুষের কথা শুনে ,খারাপ লাগাটা মনের মধ্যে রেখে দেয়। তাহলে কিন্তু সত্যিই সমস্যা হয়ে যায়। কারণ মানুষ আসলে মেয়ে মানুষ দেখলেই অনেক বেশি বিরক্ত হয় এবং সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করে। সে কারণে মেয়েদের সব সময় অনেক বেশি শক্ত থাকা উচিত। কারণ মেয়েরা যদি একবার নরম হয়ে যায়। তাহলে আমাদের পরিবেশ এর এই হায়নারা ওই মেয়েকে কখনোই ছেড়ে দেয় না।

