প্রস্তুতি দরকার!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনের বড় একটি ভুল হলো আমরা প্রস্তুতি ছাড়াই অনেক কিছু করে ফেলার চেষ্টা করি। যেটা কখনোই সম্ভব হয় না। কারণ আমরা যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়াই শুরু করার চেষ্টা করি। তখন সেখানেই আমাদের কোনো প্ল্যানিং থাকে না, কোনো প্লটিং থাকে না এবং যে কারণে অর্থাৎ কোনো প্ল্যানিং এবং সময় জ্ঞান না থাকার কারণে আমরা আসলে ভুল কোনো পদক্ষেপের দিকে চলে যাই এবং আমরা শেষমেষ একটা ভুল পদক্ষেপ গ্রহণ করি। যেটা আমাদের জন্য কখনোই সুখকর হয় না। আর সে কারণে আসলে আমাদের জীবনে প্রস্তুতির অনেক বড় প্রয়োজনীয়তা রয়েছে।

যে কোনো কাজ করতে গেলেই আমাদের আসলে প্রস্তুতি গ্রহণ করতে কেনো যেনো অনেক অনীহা কাজ করে। এটা আসলে আমাদের ছোটবেলায় কিন্তু থাকে না। অর্থাৎ একটা আমি একেবারে রিয়েল লাইফের উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হলো আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম। তখন কিন্তু আমরা অনেক বেশি সিরিয়াস থাকতাম এবং সেই পরীক্ষার আগের রাতে কিন্তু পড়তে বসতাম না। অর্থাৎ আমরা অনেক আগে থেকে পড়তে বসতাম এবং পড়াগুলো গুছিয়ে নিতাম সময়ের অনেক আগেই। তো তখন যেহেতু আমাদের প্রস্তুতি থাকবে। তখন কিন্তু আমাদের পরীক্ষাটা ভালো হতো এবং অনেকটা নিশ্চিন্তে আমরা পরীক্ষা দিতাম।

কিন্তু যখন আমরা আসলে নিশ্চিন্তে আর পরীক্ষা দিতে পারছি না। তখন এর সময়টা নিয়ে একটু ভেবে দেখুন তো। আসলে বর্তমান এর কথাই বলছি। বর্তমানে আমরা পরীক্ষার আগের রাতে পড়তে বসি এবং যখন আসলে পরীক্ষার আগের রাতে আমরা সিলেবাস খুলি। তখন আমাদের মাথা যেনো আর কাজ করে না। কারণ আমাদের কোনো প্রস্তুতি থাকে না পরীক্ষা সম্পর্কে। আর প্রস্তুতি ছাড়া কোনো কাজ ভালো হয়েছে বলে আমার মনে হয় না। অর্থাৎ আচমকা কোনো কাজ করে ফেলে হয়তোবা মাঝেমধ্যে ভালো হতে পারে। কিন্তু সব সময় আসলে ভালো কখনোই হয় না। তাই যেকোনো কাজ করার আগে অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করাটা অতীব প্রয়োজনীয়।

ABB.gif

Sort:  

@raintears, অসাধারণ! This post really resonated with me. It's so true that proper preparation is key to success, and I love how you connected it to our childhood experiences with exams. That relatable example really drives the point home.

The way you express your thoughts is very clear and engaging. Thank you for sharing your perspective on the importance of planning and preparation in life. It's a valuable reminder for us all. আপনার লেখাটি খুবই সুন্দর হয়েছে!

I encourage everyone to share their thoughts and experiences in the comments! What are your personal strategies for effective preparation? Let's learn from each other. Keep up the great work, @raintears!

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109244.23
ETH 3865.13
USDT 1.00
SBD 0.60