মেয়ে মানেই বোঝা?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
খুব কষ্ট লাগে যখন দেখি যে আমাদের সমাজে এখনো অনেক কিছু বদলালেও এমন অনেক কিছু বদলায় নি, যেটা সর্বপ্রথম বদলানো উচিত ছিলো।আসলে এটা আমাদের ই দুর্ভাগ্য যে, আমরা আমাদের প্রযুক্তিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারছি কিংবা আমার আমরা আমাদের সকল কিছুকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু যে জায়গাটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিংবা যে জায়গাতে সর্বপ্রথম সংস্কার উচিত। আমরা সেখানেই কোনো রকমের সংস্কার করতে পারছি না। আমরা সেই জায়গাতে গিয়ে ব্যর্থ।
অনেকে এটা বিশ্বাস করে যে মেয়ে মানে বোঝা। অর্থাৎ একটা মেয়ে যখন জন্ম হয়। তখন তার জন্মতে আসলে খুশি হওয়ার বদলে। মানুষ এটা ভাবা শুরু করে যে একটা মেয়ে হয়েছে তার মানে আসলে তাকে ভরণপোষণ দেওয়া কিংবা তার সবকিছু করা এখন অনেক বেশি কষ্টকর। আর একটা মেয়ে জন্ম হওয়ার পরে যখন কিছু কিছু মানুষ আসলে তার বিয়ে নিয়ে চিন্তা করা শুরু করে। তখন আমি সবচেয়ে বেশি অবাক হই। কারণ একটা মেয়ের জন্ম হওয়ার পরে যেখানে খুশি হওয়ার কথা। সেখানে কিছু কিছু মানুষের মুখে কালো মেঘের মতো ছায়া এসে ঢেকে যায়। কারণ তারা এটাই ভেবে নেয় যে, মেয়ে মানে হলো আসলে অনেক বড় বোঝা এবং একটা মেয়ে মানেই তার উপরে আসলে অনেক খরচ করতে হবে এবং সর্বোপরি খরচ করার সত্ত্বেও আসলে সে আমাদের উপরে আজীবন বোঝা হয়েই থাকবে।
একজন মেয়ে হিসেবে এই ব্যাপার গুলো মেনে নেওয়া যে কি পরিমান কষ্ট। সেটা আসলে আমি খুব ভালো করেই জানি। কারণ একজন মেয়েকে তার সারা জীবন এমন অনেক কিছুই ফেস করতে হয়। যেটা একটা মানুষের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। আর আমাদের সমাজে আমরা যতোই বলি যে আমরা আসলে অনেক কিছুই বদলে ফেলছি। কিন্তু আসলে সর্বোপরি আমরা কিছুই বদলাতে পারি না এবং আমাদের মনের মধ্যেই ওই হিংস্র জন্তু বাস করে। যারা মেয়েদেরকে দেখতে পারে না, মেয়েদের সহ্য করতে পারে না। আর এই সহ্য না করতে পারার জায়গা থেকেই আসলে মেয়েদের দেখতে না পারার বিষয়টি আসে।
@raintears, আপনার আজকের লেখাটি খুবই সময়োপযোগী এবং ভাববার মতো একটি বিষয় নিয়ে আলোচনা করেছে। সমাজে কন্যা সন্তানের প্রতি যে নেতিবাচক ধারণা এখনও বিদ্যমান, সে সম্পর্কে আপনার চিন্তাগুলো অত্যন্ত স্পষ্ট এবং হৃদয়গ্রাহী।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি আপনার লেখার আন্তরিকতা দেখে। আপনি নিজের অভিজ্ঞতা থেকে সমাজের এই কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন, যা পাঠকের মনে গভীর দাগ কাটে।
আপনার এই লেখাটি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। আমি আশা করি, আপনার এই পোস্টের মাধ্যমে অনেকে সচেতন হবে এবং কন্যা সন্তানের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে।
ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার লেখা আরও সমৃদ্ধ হোক, সেই কামনা করি। চালিয়ে যান!