অপ্রাসঙ্গিকতা বিরক্তিকর
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা প্রতি মুহূর্তে অনেকগুলো কাজ করি এবং কাজের মধ্যে আসলে এত বেশি চাপ মাঝেমধ্যে থাকে যে, সবগুলো কাজ হয়তো করা হয়ে উঠে না। অর্থাৎ বলা চলে যে সময় এর সাথে সাথে আমাদেরকে দৌড়াতে হয়। তা না হলে আমরা আসলে পিছিয়ে পড়ি।আর সেই কারণেই আসলে আমাদেরকে সব সময় অনেক বেশি কাজের মধ্য দিয়ে যেতে হয় । তবে মূল ব্যাপার হলো যেটা আমি সবসময় লক্ষ্য করেছি। সেটা হলো, কিছু কিছু এমন মানুষ রয়েছে যাদের আমার কাছে খুব বিরক্ত লাগে।
আর ওই এই কিছু কিছু মানুষের অভ্যাস দেখলে আমার খুব বিরক্ত লাগে। কারণ ধরুন যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মধ্যে চলছে । তখন দেখবেন যে কিছু কিছু মানুষের এমন এক বদভ্যাস রয়েছে এবং সেটা হলো সেই গুরুত্বপূর্ণ কথার মাঝে মানুষ হুট করে একটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলবে। যেটার সাথে আপনাদের কাজের কিংবা আপনাদের কথার কোনো রকমের কোনো মিল নেই। কিন্তু তাও দেখবেন ওই মানুষটি ওই কথাটি ওই জায়গাতেই বলে ফেলছে। আর ব্যাপারটি আবার এমন ও নয় যে, কথাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু।
সে শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরণের আজেবাজে কথাগুলো বলবে। আর এই কারণে আসলে এই মানুষগুলোকে আমার একেবারেই পছন্দ নয়। কারণ তারা দুনিয়ার আজেবাজে কথা বলে আপনার সময় নষ্ট করার চেষ্টা করবে। আর তার মূল আকর্ষণ হয় আপনার দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ বলা চলে যে আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই শুধুমাত্র তাদের এই প্রচেষ্টা । আর বেশিরভাগ সময় এই মানুষগুলোর জন্যই আসলে কাজের পরিবেশ নষ্ট হয়। ঠিক একইভাবে আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটাও অনেক অংশে নষ্ট হয়ে যায় ।
Sort: Trending
[-]
punicwax (-13)(1)muted 4 days ago
$0.00
Reveal Comment
